ছবি দেবাশিস সেন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে দ্বিতীয় দিন ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন বোলাররা। সিরাজ, প্রসিদ্ধর দাপটে টিম ইন্ডিয়ার ২২৪ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস থেমেছিল ২৪৭ রানে। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৭৫/২। অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল এবং নাইট ওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপ। তৃতীয় দিনের শুরু থেকেই দেখা গেল, দুই ব্যাটারই ইংল্যান্ড পেস আক্রমণকে নির্বিষ করে দিতে। বাজবলের পালটা যেন ‘যশ-দীপ বল’ খেলল ভারত। লাঞ্চের সময় ভারতের রান ভারত ১৮৯/৩। টিম ইন্ডিয়া এগিয়ে ১৬৬ রানে।
এদিন শুরু থেকেই যশস্বী এবং আকাশ দীপ ছিলেন অপ্রতিরোধ্য। তাবড় ইংরেজ বোলাররা তাঁদের টলাতে পারেননি। টিপিক্যাল ইংলিশ কন্ডিশনেই শুরু হল তৃতীয় দিন। আকাশ ভর্তি মেঘ, ফুরফুরে হাওয়া – সবই ছিল। পেসারদের বধ্যভূমি হয়ে ওঠার ক্ষেত্রে এমন পরিবেশ যথার্থ। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে যে ব্যাটিংটা দু’জন করলেন, তা অতুলনীয়। বিশেষ করে বলতে হয় ‘নৈশপ্রহরী’ আকাশ দীপের কথা।
টেস্ট ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি করলেন বাংলার এই পেসার। হাফসেঞ্চুরির পর তাঁকে বাহবা দিল গোটা স্টেডিয়াম। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমেও উচ্ছ্বাস চোখে পড়ল। স্কোর বোর্ডে মহাগুরুত্বপূর্ণ ৬৬ রান যোগ করে তিনি ফিরলেন জেমি ওভারটনের বাউন্সার সামলাতে না পেরে। ততক্ষণে স্কোরবোর্ডে ভারতের রান ১৭৭। অর্থাৎ, যশস্বীর সঙ্গে আকাশ দীপের পার্টনারশিপে উঠল ১০৭ রান। উল্লেখ্য, টেস্টে ভারতীয় নাইট ওয়াচম্যানের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন আকাশ।
অন্যদিকে, যশস্বী জয়সওয়াল ছিলেন গত কালের থেকেও নিখুঁত। লাঞ্চের আগে তিনি ৮৫ রানে অপরাজিত। সঙ্গে রয়েছেন শুভমান গিল। দু’টো চোখ ধাঁধানো বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা ভালোই করেছেন ভারত অধিনায়ক। আপাতত তিনি ১১ রানে অপরাজিত। লক্ষ্য, ভারতকে বড় রানে পৌঁছে দেওয়া। সেই কারণেই দ্বিতীয় সেশনেও ধৈর্যের পরীক্ষা দিতে হবে তাঁদের। মনে রাখতে হবে, ওভাল টেস্ট টিম ইন্ডিয়ার কাছে ‘রিয়েল টেস্ট’। এই ম্যাচ জিতলেই বিলেত থেকে সিরিজ অমীমাংসিত রেখে দেশে ফিরবে ভারত। সেখানে হার বা ড্রয়ের কোনও জায়গা নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.