Advertisement
Advertisement
Shubman Gill

অনবদ্য নজিরে গাভাসকর-ব্র্যাডম্যানকে স্পর্শ, সেঞ্চুরি করে ভারতকে লড়াইয়ে রাখছেন গিল

ম্যাঞ্চেস্টার টেস্টে ভারতের আশাভরসা শুভমান গিল।

IND vs ENG: Shubman Gill becomes first India captain to score 700-plus runs in away Test series
Published by: Arpan Das
  • Posted:July 27, 2025 5:05 pm
  • Updated:July 28, 2025 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টে ভারতের আশাভরসা শুভমান গিল (Shubman Gill)। এখনও মাটি কামড়ে পড়ে আছেন তিনি। ইতিমধ্যেই সেঞ্চুরি করে ফেলেছেন। এই সিরিজে এটা গিলের চতুর্থ সেঞ্চুরি। এমনকী ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ৭০০-র উপর রানও করে ফেলেছেন তিনি। সেই সঙ্গে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অনবদ্য রেকর্ড গড়ে ফেললেন গিল।

Advertisement

শুরুর ঝটকা সামলে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমেছিল ভারত। ম্যাঞ্চেস্টারে চতুর্থ দিনের শেষে কেএল রাহুল অপরাজিত ছিলেন ৮৭ রানে। অন্যদিকে শুভমান গিল অপরাজিত ছিলেন ৭৮ রানে। তবে পঞ্চম দিনে বেন স্টোকসের বলে ৯০ রানে আউট হন রাহুল। তবে দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছিলেন অধিনায়ক গিল। বেন স্টোকসের একটি বল আচমকা লাফিয়ে গিলের হাতে ও হেলমেটে লাগে। তবু হাল ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত ২২৮ বলে সেঞ্চুরি করেন গিল। এই সিরিজে এটা চার চতুর্থ সেঞ্চুরি। যেখানে ১৪৭, ১৬১, ২৬৯ রানের ইনিংস রয়েছে গিলের।

তবে তার আগেই রেকর্ড গড়ে ফেলেন তিনি। ৮১ রান করার সঙ্গেই একটি টেস্ট সিরিজে ৭০০ রানের গণ্ডি অতিক্রম করে যান গিল। প্রথম ভারত অধিনায়ক হিসেবে বাইরের মাঠে একটি টেস্ট সিরিজে ৭০০-র বেশি রান করেন তিনি। অন্যদিকে ৭০০ রানের সৌজন্যে স্যর ডন ব্র্যাডম্যান (দু’বার), স্যর গারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাসকর (দু’বার), গ্রেম স্মিথদের মতো তারকাদের পাশে বসেছে তাঁর নাম। আর ঘরের মাঠ বা বাইরে মিলিয়ে গাভাসকর ও যশস্বী জয়সওয়ালের পর তৃতীয় ভারতীয় হিসেবে ৭০০ রান করলেন তিনি।

ভারতের হয়ে এক টেস্ট সিরিজে ৭০০-র বেশি রান

৭৭৪ – সুনীল গাভাস্কার বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭১ (বাইরের মাঠে)
৭৩২ – সুনীল গাভাস্কার বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭৮/৭৯ (ঘরের মাঠে)
৭১২ – যশস্বী জয়সওয়াল বনাম, ইংল্যান্ড, ২০২৪ (ঘরের মাঠে)
৭১৯* – শুভমান গিল বনাম ইংল্যান্ড, ২০২৫ (বাইরের মাঠে)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement