Advertisement
Advertisement
IND vs ENG

ম্যাঞ্চেস্টারে আকাশের মুখভার, বৃষ্টিতে বদলাবে পিচের চরিত্র! কোন গেমপ্ল্যানে নামবেন শুভমানরা?

ভারতের চতুর্থ টেস্টে কেমন থাকবে আবহাওয়া?

IND vs ENG: Pitch Report of Manchester if Weather is rainy
Published by: Arpan Das
  • Posted:July 23, 2025 1:39 pm
  • Updated:July 23, 2025 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টারের আবহাওয়া কিছুটা মর্জিমাফিক। বৃষ্টির দিকেই অবশ্য ঝোঁক বেশি। তবে মাঝেমধ্যে আকাশ পরিষ্কার হয়ে যায়, আবার হঠাৎ করে বৃষ্টি নামে। বুধবার সকাল থেকে বৃষ্টি কম হলেও আকাশের মুখভার। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্ট বৃষ্টিতে ভেস্তে গেলে কিন্তু চাপ বাড়বে শুভমান গিলদেরই। একই সঙ্গে প্রশ্ন, বৃষ্টি হলে পিচের চরিত্র কেমন হবে? কোন গেমপ্ল্যানে নামবেন শুভমানরা?

Advertisement

বুধবার, অর্থাৎ টেস্টের প্রথম দিনে ১৯ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে কিছুটা স্বস্তি ভারতের জন্য। তবে ছবিটা যখন তখন বদলে যেতে পারে। টেস্টের পাঁচদিনেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টিতে পিচের চরিত্রও বদলাবে। এমনিতে পিচ ফ্ল্যাট হওয়ারই কথা। তবে দিন এগোনোর সঙ্গে সঙ্গে পিচ ভাঙবে। তাতে আবার পেস ও বাউন্স পাওয়া যাবে। কিন্তু বৃষ্টি হলেই পিচের চরিত্র বদলাবে বলে মনে করেন পিচ প্রস্তুতকারক স্টিভ হার্মিসন। যা অনেকটা এজবাস্টন বা লর্ডসের শেষদিনের পিচের মতো হয়ে যাবে।

ভারত অধিনায়ক শুভমান গিল জানিয়ে ছিলেন, আগের তিনটি ভেন্যুর থেকে ওল্ড ট্র্যাফোর্ডে বাউন্স বেশি থাকবে। তবে ইংল্যান্ডের প্রাক্তন কোচ ডেভিড লয়েড ও প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনরা এই মতে বিশ্বাসী নন। ভন যেমন বলছেন, “ওল্ড ট্র্যাফোর্ডের সেই পুরনো বাউন্স আর কোথায়?” লয়েড আবার বললেন, “এ তো একেবারে পাটা পিচ। না গতি আছে, না ঘাস আছে।”

অন্যদিকে রবি শাস্ত্রী বলছেন, “আমিও শুনেছিলাম, এই পিচে বাউন্স বেশি থাকবে। তবে আবহাওয়া গরম থাকলে সেটা হবে না।” সেক্ষেত্রে ভারতের গেমপ্ল্যান কী হওয়া উচিত? লয়েডের বক্তব্য, “ভারত হয়তো ভয় পাচ্ছে না। কিন্তু এই পিচে কোনও গতি নেই। বরং স্পিন হবে। ফুটমার্কস আছে।” তবে পিচ শুকনো থাকলে কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনার কাজে লাগতে পারেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement