ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে মরণবাঁচন লড়াই। সিরিজে এখনও ১-২ ব্যবধানে পিছিয়ে শুভমান গিলরা। যদি পঞ্চম তথা শেষ টেস্টে ওভালে জিতলে সিরিজ ড্র হবে। সেখানে খেলছেন না জশপ্রীত বুমরাহ। ওয়ার্কলোডের কারণে তাঁকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। তারপরই বুমরাহকে কার্যত ‘ছাঁটাই’ করল বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ‘জশপ্রীত বুমরাহকে পঞ্চম টেস্টের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। লন্ডনের ওভালে পঞ্চম তথা শেষ টেস্ট চলছে।’ বুমরাহ যে এই সিরিজে তিনটি টেস্টেই খেলবেন, তা আগেই ঠিক ছিল। কিন্তু কোন টেস্টগুলি খেলবেন তা আগে জানানো হয়নি। লিডস, লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খেলেছেন বুমরাহ। সেই হিসেব মতোই ওভালে তাঁকে নামানো হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে, এরকম মরণবাঁচন ম্যাচে কি তাঁকে খেলানো যেত না? বা বুমরাহ কি নিজে কি খেলার চেষ্টা করতে পারতেন না?
তার সঙ্গে বুমরাহকে ছেড়ে দেওয়া নিয়ে কেন আলাদা করে পোস্ট করল বিসিসিআই? আর ছেড়ে দেওয়া মানে কি বুমরাহ ভারতে ফিরে আসছে? অনেকের মতে, বুমরাহ অন্তত দলের সঙ্গে থাকতে পারতেন। যেভাবে বেন স্টোকস পঞ্চম টেস্টে না খেললেও দলের সঙ্গে আছেন। বুমরাহও কি সেরকম করতে পারতেন না? এমনিতেও এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে যথেষ্ট বিরক্ত বিসিসিআই। ভবিষ্যতে, বুমরাহ সব ম্যাচ খেলতে রাজি হলে তবেই তাঁকে সিরিজে নেওয়া হবে। এই পরিস্থিতিতে তাঁকে ছেড়ে দিয়ে কি বিশেষ বার্তা দেওয়া হল?
বিসিসিআইয়ের এক সূত্র বলছেন, “ভবিষ্যতের সফর থেকে, সমস্ত টেস্ট ম্যাচ খেলতে সক্ষম বোলারদের নির্বাচন করা হবে। নির্বাচকরা প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে কথা বলবেন, এমনকী জশপ্রীত বুমরাহর সঙ্গেও শরীর কেমন আছে তা নিয়ে কথা বলবেন। সুষ্ঠু আলোচনার পরেই বোলারদের নির্বাচন করা হবে।”
🚨 NEWS 🚨
Jasprit Bumrah released from squad for fifth Test.
Details 🔽 |
— BCCI (@BCCI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.