বিরাট কোহলি। ফাইল চিত্র
স্টাফ রিপোর্টার: সিরিজে শেষ ম্যাচটা সে অর্থে তেমন কোনও গুরুত্ব নেই। সিরিজ জয়ের কাজ রোহিত শর্মারা কটকেই সেরে ফেলেছেন। তবু আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে ভারতীয় টিমের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ ম্যাচ। ভারতীয় দল দুবাই উড়ে যাবে ১৫ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের আগে কোনও প্রস্তুতি ম্যাচ খুব সম্ভবত নেই। যার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে-তে ফাইনাল প্রস্তুতি সেরে নিতে চাইছে টিম ইন্ডিয়া। যদি কিছু পরীক্ষা-নিরীক্ষা করার থাকে, সেটা যে আহমেদাবাদে করে নেবেন গৌতম গম্ভীর, তা বলে দেওয়াই যায়।
ভারতীয় কোচ গম্ভীরকে স্বস্তি দিচ্ছে অধিনায়ক রোহিতের রানে ফেরা। সাম্প্রতিক সময়ে চূড়ান্ত অফফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন রোহিত। রনজিতে নেমেও রান পাননি। তবে কটকে সেই পরিচিত রোহিতকে দেখে ক্রিকেট বিশ্ব। শুধু ছন্দে ফেরাই নয়, সেঞ্চুরিও করেন ভারতীয় অধিনায়ক। আহমেদাবাদে রোহিতকে ঠিক একইরকম ফর্মে দেখতে চাইছেন ভারতীয় সমর্থকরা। শুধু একটাই যা খচখচানি থাকছে, সেটা বিরাটকে নিয়ে। হাঁটুর চোটের জন্য বিরাট প্রথম ওয়ান ডে-তে ছিলেন না। কটকে খেললেও রান পাননি। যদিও ভারতীয় ক্রিকেট মহল আশাবাদী রোহিতের মতো বিরাটও ছন্দে ফিরবেন। আহমেদাবাদের উইকেট সাধারণত ব্যাটিং স্বর্গ হয়ে থাকে। এবারও তার অন্যথা হচ্ছে না। পরের দিকে স্পিনাররা সাহায্য পেতে পারেন। দেখার বিষয় হল, ভারতীয় টিম এই ম্যাচে দলের কোনও রদবদল করে কিনা? যা শোনা যাচ্ছে, তাতে দু-একটা পরিবর্তন আসতে পারে টিমে। বরুণ চক্রবর্তীর জায়গায় খেলানো হতে পারে কুলদীপকে। কুলদীপ প্রথম ম্যাচে খেললেও কটকে তাঁর জায়গায় বরুণকে খেলানো হয়। তবে আমেদাবাদে কুলদীপের খেলার সম্ভাবনাই বেশি। ব্যাটিং-লাইনআপে তেমন কোনও বদল আসছে না। দেখার বিষয় অর্শদীপ সিংকে এই ম্যাচে খেলানো হয় কিনা। প্রথম দুটো ওয়ান ডে-র একটাতেও খেলেননি তিনি। মহম্মদ শামির সঙ্গে খেলানো হয় হর্ষিত রানাকে।
যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সঙ্গে আমেদাবাদে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই নামছে টিম ইন্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.