সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে হেরে ভারতীয় দল সিরিজে পিছিয়ে আছে ১-২ ব্যবধানে। পরের টেস্ট ম্যাঞ্চেস্টারে। যেখানে একটি টেস্টেও জেতেনি টিম ইন্ডিয়া। এখানে জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবে ইংল্যান্ড। আর সেটার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হ্যারি ব্রুক। তিনি জানিয়ে দিয়েছেন, কোচ ম্যাকালামের থেকে স্পষ্ট নির্দেশ এসেছে, ‘ভালোমানুষির’ দিন শেষ। লর্ডসের মতো ম্যাঞ্চেস্টারেও তারা ভয় ধরাতে চান।
লর্ডসে একাধিকবার দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। ম্যাচের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। ম্যাচের শেষে অবশ্য জয় হয়েছে ক্রিকেটীয় স্পিরিটেরই। কিন্তু লড়াকু মানসিকতা থেকে কিছুতেই সরে আসতে চান না ব্রুক। তিনি বলছেন, “কোচ আমাদের কয়েকদিন আগে বলছিলেন, আমরা মাঝেমধ্যে বড্ড ভদ্র হয়ে যাই। লর্ডসে পঞ্চম দিনের আগের রাতে বাজ (ম্যাকালাম) বলেন, ‘আমার মতে কালকের দিনে ওদের একঘরে করে দেওয়ার আদর্শ সময়।’ তিনি আরও বলেন, ‘এবার সময় এসেছে আগের সমস্ত ভালোমানুষি ভুলে যাওয়ার’।”
লর্ডস টেস্ট নিয়ে ব্রুক আরও বলছেন, “আমার মতে, আমরা ওদেরকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছিলাম। কঠিন পিচে অল্প রানের লক্ষ থাকলেও আমরা চাপ বজায় রেখেছিলাম। তাতেই ওরা ভেঙে পড়ে। আমরা ওদের খেলা দেখেছি, পরিকল্পনা বুঝেছি। তারপর ঠিক সময়ে আক্রমণ করেছি।” আর দু’দলের ‘ঝামেলা’ নিয়ে তিনি বলছেন, “আমার মতে কোনওটাই ক্রিকেটীয় স্পিরিটের যায়নি। ব্যক্তিগত আক্রমণ কেউই করেনি। অনেকেই বলেছে, লর্ডস টেস্ট তাঁদের দেখা অন্যতম সেরা ম্যাচ। সিরিজটাও আকর্ষণীয় হচ্ছে। সবকটা ম্যাচই শেষ পর্যন্ত গড়িয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.