Advertisement
Advertisement
Akash Deep

ডাকেটকে ফিরিয়ে কাঁধে হাত দিয়ে ‘বিদায়বার্তা’ আকাশ দীপের, শাস্তির মুখে পড়বেন বাংলার পেসার?

ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন আকাশ দীপ।

IND vs ENG: Akash Deep Gives Cheeky Send-Off To England Batter Ben Duckett
Published by: Arpan Das
  • Posted:August 1, 2025 7:12 pm
  • Updated:August 1, 2025 7:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে পঞ্চম টেস্টে ভারতীয় বোলিংকে কার্যত নাস্তানাবুদ করে দিয়েছেন ইংল্যান্ড ব্যাটাররা। তার মধ্যে প্রথম সাফল্য এনে দেন আকাশ দীপ। বেন ডাকেটকে আউট করেন তিনি। কিন্তু তারপরই বাংলার পেসার যে কাণ্ডটা করলেন, তাতে আশঙ্কা ম্যাচ ফি কাটা যেতে পারে।

Advertisement

ইংল্যান্ড পেসারদের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়ে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হল মাত্র ২২৪ রানে। ভারতের শেষ চার উইকেট পড়ল মাত্র ৬ রানে। জবাবে ইংল্যান্ড রীতিমতো ‘বাজবল’ খেলতে শুরু করে। দুই ইংরেজ ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ঝড় তুলে দেন। ১২ ওভারের মধ্যে ৯০ রানে পৌঁছে যায় ইংল্যান্ড। সেখানে ভারতকে প্রথম সাফল্য এনে দেন আকাশ দীপ।

ভালো ছন্দেই ছিলেন ডাকেট। কিন্তু আচমকাই স্কুপ মারার চেষ্টা করতে থাকেন। সেই সুযোগ নিতে ভুল করেননি আকাশ দীপ। স্কুপ মারতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন ডাকেট। তবে বাংলার পেসার আগ্রাসী সেলিব্রেশন করেননি। বরং হাসিমুখে ইংরেজ ব্যাটারের কাঁধে গিয়ে হাত রাখেন। কিছু একটা বলেনও তিনি। যদিও কী কথা বলেছেন জানা যায়নি। তবে অনেকের ধারণা, কাঁধে হাত দিয়ে ডাকেটকে ব্যঙ্গই করেন তিনি।

আর তাতেই মনে করা হচ্ছে, আইসিসির শাস্তির সামনে পড়তে পারেন আকাশ। এর আগে আগ্রাসী আচরণে মহম্মদ সিরাজের ম্যাচ ফি কাটা গিয়েছিল। আকাশ দীপ আগ্রাসী আচরণ করেননি। তবে ডাকেটের সঙ্গে তাঁর কী বার্তালাপ হয়েছে, তার উপর আকাশ দীপের ভবিষ্যৎ নির্ভর করতে পারে। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারায় বলা হয়েছে, ‘কোনও আন্তর্জাতিক ম্যাচে ব্যাটারকে আউট করার পর বোলারদের কুকথা বা খারাপ আচরণ যদি অতি আগ্রাসী হয় বা প্রতিপক্ষকে উসকানোর চেষ্টা করা হয়, তবে তা নিয়মভঙ্গের মধ্যে পড়ে।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ