সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মাকে সরিয়ে ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। প্রত্যাশার চাপ তো রয়েছেই। তাছাড়া দলে যখন রোহিত ও বিরাট কোহলি দুজনেই আছেন, তখন প্রতিনিয়ত তুলনাও চলবে। এটা যদি নেতিবাচক দিক হয়, তাহলে ইতিবাচক দিকও আছে। গিলকে সেটা নিয়েই ভাবতে বলছেন অক্ষর প্যাটেল। ড্রেসিংরুমে রোহিত-বিরাট থাকলে যে গিলের উপকার হবে, সেটাই বক্তব্য অক্ষরের।
রবিবার থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ (IND vs AUS)। টস করতে নামবেন গিল। দৃশ্যটা নতুন ঠেকবে ঠিকই, কিন্তু ২০২৭-র বিশ্বকাপকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুজনের অবসর নিয়ে জল্পনাও আছে। তবে রোহিত-বিরাটরা কীভাবে গিলকে সাহায্য করতে পারেন, সেটা বলে দিচ্ছেন অক্ষর।
তারকা অলরাউন্ডারের বক্তব্য, “ভারতীয় ক্রিকেট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রোহিত-বিরাটের মতো সিনিয়রদের থাকাটা খুবই ভালো। তাতে তরুণরা জানতে পারবে, কীভাবে চাপ সামলাতে হয়। ড্রেসিংরুমে আমরা আলোচনা করি, কী করা উচিত, কী করা উচিত নয়। রোহিত-কোহলিরা ড্রেসিং রুমে থাকায় অধিনায়ক হিসেবে গিল আরও উন্নতি করতে পারবে। এটা ওর কাছে খুব ভালো সুযোগ।”
অক্ষর আরও বলছেন, “ইংল্যান্ডের মতো এখানেও আমরা ওয়ানডের শুরুটা ভালো করতে চাই। সেটা অধিনায়ক শুভমানের জন্য ভালো হবে। নেতৃত্ব নিয়ে শুভমান একেবারেই চাপে থাকে না। আমি অন্য অধিনায়কদের সঙ্গে খেলেছি, এখন তরুণ প্লেয়াররা আসছে। এটা পরিবর্তনের সময়। আমরা তরুণ প্লেয়ারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিই। কীভাবে খেলা উচিত সেগুলো বলি। ওরা আইপিএলে খেলে এসেছে, আরও ভালো পারফর্ম করার জন্য তৈরি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.