সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪৮ ঘণ্টা পর ২২ গজে প্রত্যাবর্তন হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির। ‘রো-কো’র প্রত্যাবর্তনের সেই ম্যাচের আগে ক্রমশ দুর্বল হচ্ছে অস্ট্রেলিয়া (IND vs AUS)। অ্যাডাম জাম্পা এবং জস ইংলিশ আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এবার সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন ক্যামেরুন গ্রিনও। গ্রিনের পরিবর্তনে দলে ঢুকলেন মার্নাস লাবুশানে। অর্থাৎ সিরিজ শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে বদলে গেল অস্ট্রেলিয়ার দল।
ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে’তে খেলতে পারবেন না অ্যাডাম জাম্পা আর জস ইংলিশ। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। যার শুরুটা হচ্ছে রবিবার থেকে। পরের দুটো ম্যাচ ২৩ ও ২৬ অক্টোবর। ইংলিশ এখনও চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। আর জাম্পা খেলবেন না পারিবারিক কারণের জন্য। তবে লেগ স্পিনারকে অবশ্য দ্বিতীয় ম্যাচ থেকেই পেয়ে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু ইংলিশ দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন কি না, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বলা হয়েছে, তৃতীয় ওয়ান ডে থেকে হয়তো ফিরতে পারেন ইংলিশ।
এসবের মধ্যে বৃহস্পতিবার অজি বোর্ড জানিয়ে দিল, ক্যামেরুন গ্রিনও ওই সিরিজে খেলবেন না। তাঁর সাইড স্ট্রেনে সমস্যা ধরা পড়েছে। গ্রিনের আঘাত গুরুতর নয়। তবে ঝুঁকি নিতে নারাজ অস্ট্রেলীয় বোর্ড। তাঁকে এখন বিশ্রামে পাঠানো হচ্ছে। সামান্য বিশ্রামের পর শেফিল্ড শিল্ডে তিনি খেলতে পারেন। তবে গ্রিনের পরিবর্তে যিনি এলেন সেই লাবুশানেও বড় নাম। ফর্ম খারাপ থাকাই অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে ফিরেছেন তিনি। শেষ পাঁচ ইনিংসে চারটি সেঞ্চুরি রয়েছে তাঁর। সেই লাবুশানেকে ফেরালো অজিরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.