ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টেস্ট ক্রমতালিকায় (ICC Test Rankings) একদিকে ভারতের জন্য যেমন সুখবর রয়েছে, অন্যদিকে তেমনই রয়েছে দুঃসংবাদও। সুসংবাদ জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থদের জন্য। আর দুঃসংবাদ বিরাট কোহলি (Virat Kohli), রবীন্দ্র জাদেজাদের জন্য। রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনদের অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
🔹 Jasprit Bumrah breaks into top 5 💪
🔹 Jason Holder reclaims top spot 🔝
🔹 Dimuth Karunaratne rises 📈AdvertisementSome big movements in the latest ICC Men’s Test Player Rankings 🔢
Details 👉
— ICC (@ICC)
আইসিসির (ICC) সর্বশেষ প্রকাশিত টেস্ট ক্রমতালিকা অনুযায়ী, যশপ্রীত বুমরাহ শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেয়েছেন। লঙ্কাবাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট দখল করেন বুমরাহ। যার সুবাদে একলাফে ৬ ধাপ উপরে উঠে বোলারদের টেস্ট ক্রমতালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন বুমরাহ (Jasprit Bumrah)। এর আগে তিনি ছিলেন দশম স্থানে। বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। আগেও দ্বিতীয় স্থানেই ছিলেন তিনি।
এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধেও রান না পাওয়ায় Ranking-এ আরও অবনতি হল বিরাট কোহলির। ব্যাটারদের ক্রমতালিকায় একধাক্কায় চার ধাপ পিছিয়ে পড়লেন বিরাট। আপাতত তিনি রয়েছেন নবম স্থানে। আইসিসি ব্যাটারদের তালিকায় প্রথম দশে রয়েছেন তিন ভারতীয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে আহামরি কিছু না করলেও শেষ ইনিংসে ৪৬ রান করার সুবাদে নিজের ষষ্ঠ স্থানটি ধরে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম দশে রয়েছেন আরেক ভারতীয়, তিনি ঋষভ পন্থ। শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন পন্থ। সেই সুবাদেই নিজের দশম স্থানটি ধরে রাখতে পেরেছেন টিম ইন্ডিয়ার (Team India) উইকেট-রক্ষক।
এদিকে অল-রাউন্ডারদের Ranking-এ ভারতের জন্য সামান্য দুঃসংবাদ রয়েছে। রবীন্দ্র জাদেজা, যিনি কিনা দিন কয়েক আগেই অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছিলেন, তিনি সিংহাসনচ্যুত হলেন। জাদেজাকে সরিয়ে ফের অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন জ্যাসন হোল্ডার। জাদেজা নেমে এসেছেন দু’নম্বরে। তৃতীয় স্থানে যথারীতি বহাল রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.