সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থ্রিলার জিতে হনুমান-স্মরণে দক্ষিণ আফ্রিকার তারকা কেশব মহারাজ (Keshav Maharaj)।
পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে নওয়াজের বলে বাউন্ডারি হাঁকিয়ে কেশব মহারাজ জয় ছিনিয়ে নেন। তার পরে দেখা যায় সিংহনাদ করছেন মহারাজ।
ম্যাচের শেষে সোশাল মিডিয়ায় কেশব মহারাজ লিখেছেন, ”ঈশ্বরে আস্থা রয়েছে। দুর্দান্ত একটা রেজাল্ট উপহার দিয়েছে ছেলেরা। শামসি, মার্করাম দুরন্ত পারফরম্যান্স করেছে। জয় শ্রী হনুমান।”
কেশব মহারাজের শিকড় ভারতে। এদেশের সংস্কৃতি এবং হিন্দু ধর্মে অগাধ শ্রদ্ধা কেশবের। তাঁর ব্যাটে লাগানো থাকে ওঁ স্টিকার। সেই কেশব মহারাজই পাকিস্তানের বিরুদ্ধে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন।ম্যাচের ৪৮-তম ওভারে মহম্মদ নওয়াজ শর্ট বল দেন। কেশব মহারাজ চার মেরে জয় এনে দেন। তার পরে দেখা যায় বুক ঠুকে জয় উদযাপন করছেন কেশব। সেই ছবিটাই তিনি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।
View this post on Instagram
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার মুখে পাকিস্তান। যদিও শোয়েব আখতার কিন্তু পাকিস্তানের দারুণ লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। বাবর আজমদের পাশেই যে রয়েছেন তিনি তা জানান ইউটিউবে।
Thank you India 🇮🇳 for Your Support 🫂❤ Love you Chennai!!
— Keshav Maharaj (@imKeshavMaharaj)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.