সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫১-৭। ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে লড়াই করার মতো জায়গায় পৌঁছে গেল নিউজিল্যান্ড। অথচ ভারতের চার স্পিনার কার্যত বেঁধে রেখেছিলেন কিউয়ি ব্যাটারদের। স্পিন বোলিং করিয়ে এদিন রেকর্ডও গড়ে ফেলেছেন রোহিত শর্মা। এসব সত্ত্বেও পেসাররা দেদার রান বিলিয়ে কঠিন করে দিলেন ব্যাটারদের কাজ।
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে যে ২৫১ রান তুলল। তার মধ্যে ১০৪ রান দিয়েছেন পেসাররা। অথচ মহম্মদ শামি এবং হার্দিক পাণ্ডিয়া মিলে বল করেছেন মাত্র ১২ ওভার। অন্যদিকে ভারতের চার স্পিনার মিলে ৩৮ ওভার বল করে মাত্র ১৪৪ রান দিয়েছেন। স্পিনাররা যেখানে ওভারে চার রানেরও কম খরচ করেছেন, সেখানে পেসাররা ওভারপ্রতি রান দিয়েছেন সাড়ে আটেরও বেশি।
এমনিতে দুবাইয়ের প্রতিটি পিচেই কমবেশি সাহায্য পাচ্ছেন স্পিনাররা। সেই সাহায্য রবিবারও পেয়েছেন ভারতের স্পিনাররা। তবে অন্য দিনের তুলনায় এদিন পিচে টার্ন অনেকটাই কম ছিল। পরিসংখ্যান বলছে, রবিবারের ফাইনালে গড়ে ২ ডিগ্রি ঘুরেছে বল। এর আগে দুবাইয়ে সবকটি পিচেই ভারতীয় স্পিনাররা এর চেয়ে বেশি টার্ন পেয়েছেন। এদিনই টার্নের পরিমাণ সবচেয়ে কম। অথচ সেই কম টার্নের মাঠেও ভারত রেকর্ড গড়ল। চার স্পিনারকে দিয়ে রোহিত বল করালেন ৩৮ ওভার। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটা দ্বিতীয় সর্বাধিক। এর আগে ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা স্পিনারদের দিয়ে ৩৯.৪ ওভার বল করিয়েছিলেন।
ভারতের স্পিনারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স কুলদীপ যাদবের। তিনি ৪০ রান দিয়ে দুই উইকেট পেলেন। বরুণ চক্রবর্তী ২ উইকেট পেলেন ৪৫ রান দিয়ে। জাদেজা ১০ ওভারে ১ উইকেটে মাত্র ৩০ রান দিয়েছেন। অক্ষর ৮ ওভারে দিয়েছেন মাত্র ২৯। সেখানে শামি ১০ ওভারে ৭৪ রান খরচ করলেন। হার্দিক ৩ ওভারেই খরচ করলেন ৩০ রান। নিউজিল্যান্ডের হয়ে মিচেল সর্বোচ্চ ৬৩ রান করেছেন। তবে ভারতের যাবতীয় বিপত্তি বেড়েছে স্যান্টনারের ৪০ বলে ৫৩ রানের ইনিংসে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.