Advertisement
Advertisement
Irfan Pathan

‘হুঁকো সেজে দিতাম না বলেই…’, নাম না করে ধোনিকে বেনজির আক্রমণ ইরফানের

পাঠানের মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় মিমের বন্যা।

'I wouldn't have dressed up like a hookah...', Benazir attacks MS Dhoni without naming him, says Irfan Pathan
Published by: Prasenjit Dutta
  • Posted:September 3, 2025 3:15 pm
  • Updated:September 5, 2025 12:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগে ইরফান পাঠান অভিযোগ করেছিলেন, ২০০৮ সালে ভারতীয় দল থেকে বাদ পড়ার নেপথ্যে ছিলেন এমএস ধোনি। আর এবার ইঙ্গিতপূর্ণভাবে ধোনিকে বিঁধলেন পাঠান। ধোনির নাম না করেই টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ হাতি পেসার জানিয়েছেন, কারও ঘরে হুঁকো সেজে দিতেন না বলেই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। পাঠানের এই মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় রীতিমতো চর্চাও শুরু হয়ে গিয়েছে।

Advertisement

পুরনো এক সাক্ষাৎকারে পাঠান বলেন, “কারও ঘরে গিয়ে হুঁকো সেজে দিয়ে আসার অভ্যাস আমার নেই। আর এটা নিয়ে কথা না বলার কোনও মানে হয় না। একজন ক্রিকেটারের কাজ মাঠে পারফর্ম করা। সেটাতেই মনোনিবেশ করতাম।” পাঠানের এই সাক্ষাৎকার সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে আবার ধোনির হুঁকো টানার ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। 

নেট নাগরিকরা মনে করছেন, এমন মন্তব্য করে ‘ক্যাপ্টেন কুলে’রই সমালোচনা করেছেন ইরফান। কারণ, ভারতীয় দলে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। যদিও এক্ষেত্রে ইরফানের সমালোচনাও করেছেন অনেকেই। এক নেটিজেন লিখেছেন, ‘ইরফানের কথা সত্যিও হতে পারে।’ এমনকী অনেকে আবার ২০১৮ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জর্জ বেইলির মন্তব্যও স্মরণ করিয়ে দিয়েছেন। ধোনির হুঁকো খাওয়া নিয়ে বেইলি মন্তব্য করেছিলেন, “ধোনি একটু-আধটু হুকো খেতে ভালোবাসে। কখনও কখনও তো নিজের ঘরেই হুঁকো সাজাত। প্রত্যেকের জন্য ঘরের দোর খোলা থাকত। অনেক তরুণ ক্রিকেটাররাই সেই সময় আসা-যাওয়া চলত।”

যদিও আর এক নেট নাগরিক একটা ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে লাইন ধরে মাঠে ঢুকছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এমএস ধোনির জন্য হুকো সাজিয়ে করা খেলোয়াড়রা।’ আসলে তিনি এক্ষেত্রে মাহির প্রশংসাই করেছেন। কারণ ধোনিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার নেপথ্যে ভারতীয় দলের এই ‘পঞ্চ পাণ্ডবে’র অবদান কোনও অংশে কম নয়। আরেকজনের কথায়, ‘ত্যাগী, গনি, মোহিত, বদ্রিনাথ, নেগি, বিজয়, চাহারও ভারতের হয়ে ধোনির অধীনে ডেবিউ করেছেন।’ অর্থাৎ, ধোনির কৃতিত্বকে এভাবে কখনওই খাটো করে দেওয়া যায় না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ