ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় কি অবসর নিতে চলেছেন সূর্যকুমার যাদব? তাঁর নেতৃত্বে ভারত সম্প্রতি এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে। অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজেও অধিনায়ক তিনি। সেই সূর্যকুমার বলে দিলেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি জানিয়েছেন ব্যবসা করলে ক্রিকেটের থেকে আরও বেশি আয় করতেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সূর্যকুমার বলেন, “আমার বয়স এখন প্রায় ৩৫। মনে হয়, আগামী তিন থেকে চার বছর যদি সাদা বলের ক্রিকেটে ভালোভাবে মনঃসংযোগ করি, তাহলে আমার এবং দলের জন্য ভালো হবে। এমনটা হলে আমি সাদা বলের ক্রিকেটে অনেক ফিট থেকে দলকে সাহায্য করতে পারব। ২০২৮ সালের অলিম্পিক এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই আমি। তাই খুব সচেতনভাবেই এগোতে চাইছি। সবার আগে আমাকে ফিট থাকতে হবে। ৩৭-৩৮ বছর বয়সে এটা মোটেও সহজ কাজ নয়।”
টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জানান, ক্রিকেটার না হলে ব্যবসা করতেন তিনি। সূর্যের কথায়, “ক্রিকেটার না হলে ব্যবসা করতাম। একেবারে একশো শতাংশ নিশ্চিত যে, ব্যবসার কাজেই মনোনিবেশ করতাম। সামান্য হলেও ব্যবসায়িক বুদ্ধি আমার রয়েছে। আমার স্ত্রীও ব্যবসায়িক পরিবারের মেয়ে। ওর সঙ্গে আলাপ হওয়ার পর থেকে ব্যবসা করার কথা ভাবনায় আসে। আমার ধারণা, ব্যবসা করলে ক্রিকেটের থেকে তিন-চার গুণ বেশি রোজগার করতে পারতাম।”
তবে এই মুহূর্তে যে ব্যবসা করার ইচ্ছা তাঁর নেই, এ কথা পরিষ্কার সূর্যের মন্তব্য থেকে। উল্লেখ্য, ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর। সূর্য চাইবেন, ফর্মে ফিরতে। কারণ এশিয়া কাপে ব্যাটে হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.