সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র একটা সপ্তাহ। এরপরেই শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা চরমে। বিরাট, রোহিত, অশ্বিন না থাকায় কার্যত তরুণ ব্রিগেড নিয়ে ইংল্যান্ড গিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু এই তরুণ ভারতীয় দলকে সমীহ নজরেই দেখছেন ইংরেজ কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তবে সমীহের নজরে দেখলেও ভারতকে যে ছেড়ে কথা বলবে না, সে কথাও স্পষ্ট করেন তিনি।
প্রসঙ্গত, প্রথম টেস্টের আগে ইংল্যান্ড দল বেশ কিছুটা দুর্বল। কারণ চোট সমস্যা রয়েছে ইংল্যান্ড শিবিরে। জোফরা আর্চার খেলবেন না প্রথম টেস্ট। মার্ক উড সম্ভবত গোটা সিরিজেই নেই। এখন পুরোপুরি চোটমুক্ত নন গাস অ্যাটকিনসন। এই পরিস্থিতিতে ম্যাকালাম বলেন, “বেশ কিছু ভালো বোলারকে আমরা পাব না। তবে, আমাদের বোলিং বিভাগে কিন্তু বৈচিত্র্য রয়েছে। দলে রয়েছে ক্রিস ওকস, স্যাম কুক, জিমি ওভার্টনের মতো বোলার। শোয়েব বশিরও কিন্তু ভালো খেলছে।”
এরপর টিম ইন্ডিয়া প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হবে আমাদের। ওরা দুর্দান্ত একটা দল। খুবই ভালো প্রস্তুতি নিচ্ছে। অনেক আশা নিয়েই ওরা নামবে। তবে আমরাও কিন্তু ছেড়ে কথা বলব না। আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।”
২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। তার আগে কোচের কথায় কতটা উজ্জীবিত হয়ে নামবেন ইংরেজ ক্রিকেটাররা সেটাও দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.