Advertisement
Advertisement
Ravindra Jadeja

‘আমিও দলকে নেতৃত্ব দিতে…!’ ইংল্যান্ড সিরিজের আগে বিস্ফোরক জাদেজা

পরোক্ষে কি শুভমানকে বার্তা দিলেন জাড্ডু?

'I will also lead the team...!' Jadeja is explosive ahead of the England series

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 29, 2025 5:30 pm
  • Updated:May 29, 2025 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। লম্বা সময় ধরে আইসিসি’র অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা। সেই তাঁকে যদি ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তাহলে কি রাজি হবেন? ৩৬ বছরের এই তারকা জানিয়েছেন, প্রস্তাব পেলে তিনি নেতৃত্ব দিতে রাজি। আর এরপরেই প্রশ্ন উঠছে, পরোক্ষে কি শুভমানকে বার্তা দিলেন জাড্ডু?

ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার টেস্ট দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। তাঁর ডেপুটি হিসেবে দেখা যাবে ঋষভ পন্থকে। এমন পরিস্থিতিতে জাদেজা বলেন, “অবশ্যই আমি নেতৃত্ব দিতে রাজি। বছরের পর বছর ধরে আমি অনেক অধিনায়কের অধীনে খেলেছি। প্রত্যেকের মানসিকতা আমি জানি। তাছাড়াও ক্রিকেটারদের চাওয়া-পাওয়ার ব্যাপারটাও বুঝি।” 

সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করার দাবি তুলে বলেছিলেন, “ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। ওর অভিজ্ঞতাও প্রচুর। নতুন কাউকে যদি অধিনায়ক করতেই হয়, তাহলে জাদেজাই আমার প্রথম পছন্দ।” 

তাছাড়াও মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গেও বলেছেন জাদেজা। তাঁর কথায়, “প্রত্যেক অধিনায়কের দল পরিচালনার মানসিকতা আলাদা। আমি সমস্ত ফরম্যাটে ধোনির অধীনে খেলেছি। ওর চিন্তাভাবনা খুবই সহজ। যদি ও মনে করে কোনও ব্যাটার নির্দিষ্ট অঞ্চলে শট খেলে, তাহলে ওখানেই ফিল্ডার রেখে দেবে ধোনি।”

এরপর অবশ্য টেস্ট নেতৃত্ব প্রসঙ্গে ফিরে আসেন ‘জাড্ডু’। তাঁর সংযোজন, “টেস্টে বোলারের প্রয়োজন অনুসারে দু-তিনজন ফিল্ডার পরিবর্তন করতে হয়। পুরো ফিল্ডিং বদল করার দরকারই পড়ে না। টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সহজ। কিন্তু ক্যালকুলেটিভ। আইপিএল বা টি-টোয়েন্টির মতো এত জটিল নয়। ওখানে তো প্রতিটি বলই একটি ইভেন্ট।” উল্লেখ্য, ২০ জুন থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। আর তার আগে নেতৃত্ব প্রসঙ্গে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন জাদেজা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement