সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে থাকলেও ওয়ানডে’তে অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার নেতৃত্বে শুভমান গিল। এ ব্যাপারে জল্পনা থাকলেও কেউই ভাবেননি যে, এত তাড়াতাড়ি ‘হিটম্যান’কে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। বদলটা অনেকেই মেনে নিচ্ছেন। কিন্তু রোহিত কি জানতেন তাঁর উত্তরসূরি হবেন গিল? নেতা বদলের পর ভাইরাল রোহিতের ১৩ বছর পুরনো একটি ভবিষ্যদ্বাণী।
ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে অধিনায়ক রোহিতের উপর আস্থা রাখতে পারলেন না ভারতীয় নির্বাচকরা। লক্ষ্যটা যে ২০২৭-র বিশ্বকাপ, সেটা নতুন করে বলার নয়। কেউ মেনে নিচ্ছেন, অনেকে ক্ষুব্ধ। এর মধ্যেই ভাইরাল রোহিতের ১৩ বছর পুরনো পোস্ট।
সেখানে রোহিত লিখেছিলেন, ‘যুগের শেষ হল (৪৫) এবং নতুন যুগ শুরু হচ্ছে (৭৭)।’ অর্থাৎ ৪৫ নম্বরের অধ্যায় শেষ হচ্ছে এবং ৭৭-র যুগ শুরু হচ্ছে। এটা ২০১২-র টুইট। তখন গিলের বয়স মাত্র ১৩। অর্থাৎ ক্রিকেট কেরিয়ার পুরোদমে শুরুই হয়নি। ভারতীয় দলে রোহিতের জার্সি নম্বর ৪৫। অন্যদিকে গিল খেলেন ৭৭ নম্বর জার্সি পরে। তাহলে কি গিলের কেরিয়ার শুরুর আগেই রোহিত জানতেন, তাঁর উত্তরসূরি কে হবেন?
End of an era (45) and the start of a new one (77) …..
— Rohit Sharma (@ImRo45)
ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আসলে কেরিয়ারের শুরুর দিকে ৭৭ নম্বর জার্সি পরে খেলতেন রোহিত। পরে ৪৫ নম্বর জার্সি পরে খেলা শুরু করেন। প্রথমে ৭ নম্বর জার্সি পরতে চেয়েছিলেন, কিন্তু সেটা না পেয়ে ৭৭ পরেন। পরে ৪৫ নম্বর পরেন, সেটা তাঁর ‘লাকি নম্বর’। যখন জার্সির নম্বর বদল করেন, তখন এই টুইটটা করেন হিটম্যান। পরে সেই জার্সিতেই কিংবদন্তি হয়ে ওঠেন। যদিও এখন অধিনায়ক বদলের পর দুটো বিষয়ের মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.