ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে ইতিহাস। প্রথমবারের জন্য পুরুষদের দলগত ইভেন্টে সোনালি সাফল্য ভারতের। রবিবার কোরিয়ার গোয়াংজুতে এই ইভেন্টে ভারতীয় কম্পাউন্ড দল ফ্রান্সকে হারিয়ে প্রথম সোনার পদক জেতে।
রুদ্ধশ্বাস ফাইনালে মাথা ঠান্ডা রেখে ঋষভ যাদব, আমন সাইনি এবং প্রথমেশ ফুগে বাজিমাত করেন। ফলাফল ছিল ২৩৫-২৩৩ (৫৭-৫৯, ৬০-৫৮, ৫৯-৫৯, ৫৯-৫৭)। উল্লেখ্য, ঋষভ, আমন এবং প্রথমেশ ব্যক্তিগত ইভেন্টেও অংশ নিচ্ছেন। কম্পাউন্ড ইভেন্টে সোনা জয়ের পর সকলের নজর এখন তাঁদের দিকে।
From to to & finally —Rishabh Yadav, Prathamesh Fuge & Aman Saini showed nerves of steel to clinch India’s first-ever Compound Men’s Team Gold at 2025, Gwangju!
— ARCHERY ASSOCIATION OF INDIA (@india_archery)
অন্যদিকে, ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা মিক্স ইভেন্টে রুপো জিতেছেন। ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ভারতীয় জুটি মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায়। ফলাফল ছিল ১৫৫-১৫৭ (৩৯-৩৮, ৩৭-৩৯, ৪০-৪০, ৩৯-৪০)।
জ্যোতি সুরেখা ভেনাম ব্যক্তিগত কম্পাউন্ড মহিলাদের কোয়ালিফাই রাউন্ডে তৃতীয় স্থানে রয়েছেন। যেখানে প্রাণিত কৌর ৭০৩ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছেন। ঋতিকা প্রদীপ ৬৯০ পয়েন্ট নিয়ে ৪৪তম স্থানে। জ্যোতি সুরেখাকে আশায় বুক বেঁধেছেন ভারতীয় সমর্থকরা। তাছাড়াও পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে ঋষভ যাদব ৭০৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। আমন সাইনি ৭০৭ পয়েন্ট নিয়ে রয়েছেন ১৫ নম্বরে। প্রথমেশ ফুগে ৭০৬ পয়েন্ট নিয়ে রয়েছেন ১৯-এ।
Silver for India!
Congratulations to Jyothi Surekha Vennam & Rishabh Yadav on winning Silver in the Compound Mixed Team final at the 2025, Gwangju.
A stellar effort that makes India proud! ✨
— ARCHERY ASSOCIATION OF INDIA (@india_archery)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.