ছবি বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার তিনি খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। তারপর মাঠে ফিরলেন এশিয়া কাপে, আরব আমিরশাহীর বিরুদ্ধে। একবছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেই বল হাতে ম্যাজিক কুলদীপ যাদবের। তাঁর ঘূর্ণির কোনও জবাব ছিল না আমিরশাহীর ক্রিকেটারদের কাছে। টিম ইন্ডিয়ার এই ‘চায়নাম্যান’ বোলারের স্মরণীয় প্রত্যাবর্তন দেখে মুগ্ধ প্রাক্তন পাকিস্তানি পেসার ওয়াসিম আক্রম।
প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামল কুলদীপ। ওর মধ্যে শেখার খিদে প্রবল। আমি যখন ওকে প্রথম দেখি, তখন কলকাতা নাইট রাইডার্সে ছিল। কুলদীপ যাদব এবং মহম্মদ শামি আমার সঙ্গে বেশিরভাগ সময় কাটাত। জলখাবার থেকে শুরু করে জিম, আমার সঙ্গে যেত। একবার ওদের জিজ্ঞেস করি, আমার সঙ্গেই কেন? উত্তরে বলেছিল, ওরা আমার কথা শুনতে চায়।”
আমিরশাহী ম্যাচে মাত্র ২.১ ওভার অর্থাৎ ১৩ বল করেছেন কুলদীপ। কিন্তু সংক্ষিপ্ত স্পেলেই মাটি ধরিয়ে দিয়েছেন আমিরশাহী ব্যাটারদের। তাঁর ঘূর্ণির নাগাল না পেয়ে একে একে ডাগআউট ফিরে যান প্রতিপক্ষ দলের অধিনায়ক মহম্মদ ওয়াসিম (১৯), উইকেটরক্ষক-ব্যাটার রাহুল চোপড়া (৩), হর্ষিত কৌশিক (২) এবং হায়দার আলি (১)। দিনের শেষে কুলদীপের নামের পাশে ৭ রানে ৪ উইকেট। ইকোনমি রেট ৩.২০। ম্যাচসেরার পুরস্কারও পান বাঁ-হাতি এই স্পিনার।
ম্যাচসেরার পুরস্কার নিয়ে কুলদীপ কৃতিত্ব দেন নতুন ট্রেনার আদ্রিয়ান ল্য রু-কে। তিনি বলেন, “আমাদের ট্রেনার আদ্রিয়ানকে ধন্যবাদ জানাব। আমার বোলিং তো বটেই, ফিটনেস নিয়েও পরিশ্রম করেছিলাম। সমস্ত কিছুই ঠিকমতো হয়েছে। সঠিক লেংথে বল করার চেষ্টা করেছি। সবথেকে গুরুত্বপূর্ণ সেটাই। তাছাড়াও ব্যাটাররা ঠিক কী করতে চাইছে, সেটার পূর্বানুমান করাটাও জরুরি। এদিন ব্যাটাররা পরের বলে কী করতে পারে, সেটা বুঝতে পারছিলাম।”
সব মিলিয়ে ৪১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৭৩টি উইকেট নিয়েছেন কুলদীপ। ইকোনমি রেট ৭-এরও কম। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও কুলদীপের প্রত্যাবর্তনে মুগ্ধ। সম্প্রচারকারী চ্যানেলকে তিনি বলেন, “এটাই কুলদীপ। ওর এটাই বিশেষত্ব যে, বারবার বাদ পড়ার পরেও এভাবেই খেলে। অসাধারণ বোলার!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.