সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যারি ব্রুককে সিরিজের সেরা বেছে নিয়েছেন ভারতের হেডকোচ গৌতম গম্ভীর। এই বিচারে হতবাক ব্রুক। তিনি মনে করেন, এই পুরস্কার তাঁর প্রাপ্য ছিল না। প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কারের অনেক বেশি যোগ্য জো রুট। তবে, গম্ভীরের এহেন বিচারে একেবারেই চমকাচ্ছে না নেটদুনিয়া।
৫ টেস্টে (৯ ইনিংসে) ৪৮১ রান করে ব্রুক সিরিজের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। দু’টি সেঞ্চুরি এবং একটা হাফসেঞ্চুরি-সহ তাঁর গড় ছিল ৫৩.৪৪। অন্যদিকে, ৯ ইনিংস মিলিয়ে রুটের রান ৫৩৭। তিনটি সেঞ্চুরি, একটি হাফসেঞ্চুরি-সহ গড় ৬৭.১২। পরিসংখ্যানই বলে দিচ্ছে, ব্রুকের চেয়ে অনেক এগিয়ে রুট।
কিন্তু গম্ভীরের বিচার অন্যরকম। রুটের চেয়ে কম রান করা সত্ত্বেও ব্রুককে সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছেন তিনি। এই প্রসঙ্গে ব্রুক বলেন, “আমি তো রুটের মতো এত রান করিনি। আমার মতে, সিরিজের সেরা আমার নয়, রুটের হওয়া উচিত ছিল।”
তবে ব্রুক অবাক হলেও গম্ভীরের সিদ্ধান্তে মোটেও হতবাক নন নেটিজেনরা। বছর খানেক আগে একটি পডকাস্টে গম্ভীরকে জিজ্ঞেস করা হয়েছিল, বিশ্বফুটবলে রোনাল্ডো আর মেসির মধ্যে তাঁর প্রিয় ফুটবলার কে? এমনিতে ফুটবল ভক্তরা পছন্দের ফুটবলার বেছে নেন এই দু’জনের মধ্যেই। কিন্তু গম্ভীর চিরকালই আলাদা। তিনি বেছে নিয়েছিলেন ইংল্যান্ড তারকা র্যাশফোর্ডকে। নেটিজেনরা এই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, ইংল্যান্ডেও সিরিজ সেরা বাছাইয়ের ক্ষেত্রেও এই ‘থিওরি’ই প্রয়োগ করেছেন তিনি। সেই কারণেই রুট নন, বেন স্টোকস নন – তাঁর নজরে সিরিজের সেরা হ্যারি ব্রুক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.