Advertisement
Advertisement
Hardik Pandya

ইগোর লড়াই! করমর্দনে ‘না’, গিলের উইকেটে উচ্ছ্বাসে ফেটে পড়লেন হার্দিক

টিম ইন্ডিয়ার দুই তারকার মধ্যে সংঘাতের ইঙ্গিত!

Hardik Pandya vs Shubman Gill, the social media was abuzz after awkward moments between the star duo
Published by: Subhajit Mandal
  • Posted:May 31, 2025 9:47 am
  • Updated:June 1, 2025 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার দুই তারকার ইগোর লড়াই! হার্দিক পাণ্ডিয়া এবং শুভমান গিলের মধ্যে সম্পর্ক কি তলানিতে? শুক্রবার আইপিএলের এলিমিনেটরের দুই তারকার মধ্যে সংঘাতের একাধিক ইঙ্গিত মিলেছে। অন্তত নেটিজেনদের সেটাই দাবি।

প্রথম ঘটনাটি টসের সময়কার। টসের পর দুই অধিনায়ক করমর্দন করেননি। দুজনেই দুজনের দিকে হাত বাড়াতে উদ্যত হয়েছিলেন। কিন্তু শেষে কেউই হাত বাড়াননি। দুই তারকার মধ্যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। যা নজর এড়ায়নি নেটিজেনদের। কারও দাবি, হার্দিক করমর্দন করতে চাইলেও হাত বাড়াননি গিল। আবার কারও দাবি দুজনের কেউই আগ্রহী ছিলেন না।

দ্বিতীয় ঘটনাটি, গিলের উইকেটের পর। মুম্বইয়ের দেওয়া বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের বলে প্যাভিলিয়নে ফেরেন গিল। গুজরাট অধিনায়ক আউট হওয়ার পর মুম্বই অধিনায়ক যেভাবে উচ্ছ্বাসে ফেটে পড়লেন, সেটা বিরল। সচরাচর হার্দিক কারও উইকেটে এতটা উচ্ছ্বাস দেখান না। কিন্তু গিলের উইকেটের পর বাঁধনহারা উচ্ছ্বাসে মাততে দেখা গেল তাঁকে। সেটা অবশ্য ওই উইকেটের গুরুত্ব বুঝেও হতে পারে। তবে নেটিজেনরা নিশ্চিত, হার্দিক এবং গিলের মধ্যে ইগোর লড়াই চলছে।

কারও কারও মতে, এই ইগোর লড়াই হওয়াটা অস্বাভাবিক নয়। রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর টিম ইন্ডিয়া এখন ‘অভিভাবকহীন’। সেখানে ভবিষ্যতের নেতা হওয়ার দাবিদার দুই তারকা একে অপরের সঙ্গে সংঘাতে জড়ালে অবাক হওয়ার কিছু থাকে না। তাছাড়া গিল আবার হার্দিকের থেকে জুনিয়র হয়েও এক ফরম্যাটে নেতৃত্ব পেয়ে গিয়েছেন। আগামী দিনে যে তাঁকে ওয়ানডে-তেও নেতা হিসাবে ভাবা হচ্ছে, সেটাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে বিসিসিআই। অপরদিকে টি-টোয়েন্টিতে ‘যোগ্য’ হওয়া সত্ত্বেও হার্দিক অধিনায়কত্ব পাননি বলে মত ক্রিকেট মহলের। সেই ক্ষোভ থেকেও ইগোর লড়াই হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement