Advertisement
Advertisement
Virat Kohli

অবসরের পরই বিরাটকে বিশেষ বার্তা হরভজনের ছোট্ট মেয়ের, উত্তরে কোহলি জানান…

কোহলির 'অবসরে' মনখারাপ ভাজ্জি তনয়ার।

Harbhajan's little daughter sends special message to Virat after retirement
Published by: Prasenjit Dutta
  • Posted:May 29, 2025 3:25 pm
  • Updated:May 29, 2025 3:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে মগ্ন থাকলেও বিরাট কোহলির টেস্ট অবসর নিয়ে এখনও চর্চা অব্যাহত। অনেকেই বিরাটের অবসর নিয়ে শোকাহত, হতবাক। অবাক হওয়ার তালিকায় রয়েছে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের শিশুকন্যা হিনায়াও। বিরাটের অবসরে খুদে হিনায়া এতটাই কষ্ট পেয়েছে যে, বাবার মোবাইল থেকে বিরাটের উদ্দেশ্যে একটা টেক্সটও পাঠিয়েছিল।

Advertisement

এই প্রসঙ্গে ‘টার্বনেটর’ হরভজন সিং বলছেন, “আমি ওকে টুইট করে জিজ্ঞেস করেছি, কেন বিরাট কেন? তুমি টেস্ট থেকে অবসর নিলে কেন? আমার মেয়েও পর্যন্ত জিজ্ঞেস করছে, ‘বাবা, বিরাট কেন অবসর নিল? আমি কোহলিকে টেক্সট করতে চাই।’ এরপরেই হিনায়ার মেসেজে লেখে, ‘বিরাট, তুমি কেন অবসর নিলে?’ কোহলিও সহাস্যে উত্তর দেয় – বেটা, এটাই আমার অবসর নেওয়ার সময়।”

আসন্ন ইংল্যান্ড সফরের আগে অবসর ঘোষণা করেন কোহলি। ১২৩টি টেস্টে তাঁর রান ৯২৩০। গড় ৪৬.৮৫। তাঁর নামের পাশে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি অর্ধশতক। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দীর্ঘতম ফর্ম্যাটে অভিষেক করেন। ২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। এত সমৃদ্ধ একটা টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন বিরাট। আর তাতেই মনখারাপ ভাজ্জি তনয়ার।

আসলে হিনায়াকে খুবই স্নেহ করেন বিরাট। কয়েক বছর আগে হরভজন সপরিবারে বিরাটের সঙ্গে সেলফিও তোলেন। এর আগে থেকেই কোহলির ‘বিরাট’ ফ্যান হিনায়া। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় আইপিএলের প্লে অফে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামতে চলেছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ