Advertisement
Advertisement
Asia Cup 2025

ভারত-পাক ম্যাচ সেনার সম্মানকে খাটো করবে, এশিয়া কাপ নিয়ে বোর্ডকে তোপ ভাজ্জির

১৪ সেপ্টেম্বর আমিরশাহীতে গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই দল।

Harbhajan Singh's Verdict On India vs Pakistan Asia Cup 2025 Clash

ফাইল ছবি।

Published by: Sulaya Singha
  • Posted:August 13, 2025 1:58 pm
  • Updated:August 13, 2025 1:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে তিক্ততা কয়েকগুণ বেড়েছে ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কেবলমাত্র কথা হবে সন্ত্রাসদমন ও পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। কিন্তু সেই আবহেই আসন্ন এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ২২ গজের এই সাক্ষাৎ একেবারেই নাপসন্দ হরভজন সিংয়ের। কোনও রাখঢাক না রেখেই তিনি বলে দিলেন, এহেন ম্যাচ জওয়ানদের আত্মত্যাগকেই খাটো করে।

Advertisement

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী মাসে এশিয়া কাপে ফের সম্মুখ সমরে ভারত ও পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর আমিরশাহীতে গ্রুপ পর্বে খেলবে দুই দল। টুর্নামেন্টে একাধিকবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। ম্যাচ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এক্ষেত্রে কেন কড়া মনোভাব দেখাতে ব্যর্থ বিশ্বের ‘ধনীতম’ বোর্ড? কার্যত একই সুর এবার হরভজনের গলায়। এমন সিদ্ধান্তের সমালোচনা করে দাবি করেন, ইচ্ছা থাকলে এই ম্য়াচ এড়িয়ে যেতেই পারত বিসিসিআই।

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে ভাজ্জি জানান, “ওদের (বোর্ডের) বোঝা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয়। আমার কাছে তাঁদের মূল্য অনেক বেশি যাঁরা আমাদের রক্ষা করার জন্য সীমান্তে লড়াই করছেন। নিজেদের পরিবারের সঙ্গে দেখা করারও সুযোগ পান না তাঁরা। কারও কারও তো আর বাড়িই ফেরা হয় না। সেই প্রেক্ষিতে দেখলে একটা ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ। কারণ নিজের দেশের ঊর্ধ্বে কিছুই না।” অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রধানমন্ত্রীর মন্তব্য মনে করিয়ে প্রাক্তন ভারতীয় স্পিনার আরও বলেন, “আমাদের সরকারও সাফ জানিয়ে দিয়েছে, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। একইভাবে সীমান্তে দুই দেশ লড়াই চালিয়ে যাবে, আর অন্যদিকে ম্যাচ হবে, সেটাও হতে পারে না। এই সব সমস্যার সমাধান না হলে মনে হয় না পাকিস্তানের সঙ্গে ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত।”

উল্লেখ্য, সম্প্রতি লেজেন্ডস লিগেও মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের প্রাক্তনীদের। কিন্তু সেসময় হরভজন, শিখর ধাওয়ানরা সাফ জানিয়ে দেন, কোনওভাবেই পাক দলের বিরুদ্ধে মাঠে নামবেন না তাঁরা। গ্রুপ ম্যাচে না খেলার পাশাপাশি সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারতীয় দল। ওয়াকওভার পেয়েই ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। সেবারের মতোই এবারও ভারত-পাক দ্বৈরথ বন্ধ নিয়ে সুর চড়ালেন ভাজ্জি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ