ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি অজি সফরে যাওয়ার জন্য ভারতে ফিরেছিলেন। এরপর দলের সঙ্গে উড়ে গিয়েছেন অস্ট্রেলিয়া। কিন্তু তার আগে ভারতে এসে বড় পদক্ষেপও নিয়েছেন বিরাট কোহলি। নিজের সম্পত্তির বড় একটা অংশ তাঁর দাদা বিকাশ কোহলিকে ‘উপহার’ দেন ভারতীয় ক্রিকেটার। এর মধ্যে রয়েছে ৮০ কোটি টাকার বিলাসবহুল বাংলো।
ক্রিকেটের ব্যস্ততা না থাকলে বেশিরভাগ সময় সপরিবারে ইংল্যান্ডে থাকেন বিরাট কোহলি। কিন্তু তাঁর ভারতে সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি, গুরুগ্রাম-সহ আরও বিভিন্ন জায়গায় তাঁর সম্পত্তি রয়েছে। এর মধ্যে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে গুরুগ্রামের সম্পত্তি নিয়ন্ত্রণের দায়িত্ব দিলেন তাঁর দাদাকে। অজি সফরে যাওয়ার আগে গুরুগ্রামে গিয়ে দাদা বিকাশ কোহলির কাছে হস্তান্তর করেছেন বিরাট।
গুরুগ্রামের ডিএলএফ সিটি ফেজ ওয়ানে বিরুষ্কার একটি বিলাসবহুল বাংলো রয়েছে। যার দাম ৮০ কোটি টাকা। বাংলোটি ১০ হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে। এখানে রয়েছে সুইমিংপুল, গ্রান্ড বার। তাছাড়াও ড্রয়িংরুমে ইন্টেরিয়র ডিজাইনও তাক লাগিয়ে দেওয়ার মতো। রয়েছে আরও অত্যাধুনিক সুযোগ-সুবিধাও।
এত বড় সম্পত্তি বিরাটের পক্ষে সামলানো কার্যত অসম্ভব। কারণ তিনি এখন বেশিরভাগ সময় লন্ডনে থাকেন। সেই কারণে তাঁর দাদার হাতে সম্পত্তি অর্পণ করেছেন। এর ফলে বিরাটের অনুপস্থিতিতে গুরুগ্রামের সম্পত্তির দেখভাল করতে বিকাশ কোহলির কোনও অসুবিধা হবে না।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া যাওয়ার আগে ওয়াজিরাবাদ তেহসিল অফিসে গিয়েছিলেন বিরাট। তাঁর সঙ্গে ছিলেন তাঁর দাদা এবং আইনজীবী। সেখানেই পাওয়ার অফ অ্যাটর্নি তাঁর দাদাকে দেন বিরাট। এই সংক্রান্ত যাবতীয় রেজিস্ট্রেশনও তিনি সম্পন্ন করেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। বিরাটের এই ভূমিকায় মুগ্ধ নেটিজেনরা। তাঁরা বলছেন, সুন্দর মন না থাকলে এতটা উদার হতে পারতেন না তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.