সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩-র বিশ্বকাপ ফাইনালে চোট পেয়েছিলেন। তারপর ১৪ মাস দলের বাইরে থাকতে হয়েছে। কিন্তু ফিট হয়ে জাতীয় দলের দরজা খুলেছেন মহম্মদ শামি। যদিও সেটা সাদা বলের ক্রিকেটে। দু’বছরের উপর হয়ে গেল, লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তারকা পেসারকে। আর তার জন্য কটাক্ষও সহ্য করতে হল। সেই কটাক্ষটা করলেন কে? খোদ ভারতের কোচ গৌতম গম্ভীর।
জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’য়ে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন গৌতম গম্ভীর, অভিষেক শর্মা, যুজবেন্দ্র চাহাল ও ঋষভ পন্থ। সম্প্রতি তার প্রচারের জন্য দেড় মিনিটের একটি প্রোমো পোস্ট করা হয়েছে। তাতে সকলেই কমবেশি খুনসুটিতে ব্যস্ত। কোচ গৌতম গম্ভীরকে নিয়ে মজা করতেও ছাড়েননি ক্রিকেটাররা। আর সেখানেই শামির টেস্ট দলে না থাকা নিয়ে ‘খোঁচা’ ভারতের কোচের।
কপিল শর্মা প্রশ্ন করেছিলেন, ভারতের দলের ‘জামাইবাবু’ কাকে বলা হয়? অর্থাৎ সবচেয়ে বেশি অভিযোগ করেন কোন ক্রিকেটার? জবাবে শামির নাম করেন পন্থ। তারপরই গম্ভীর বলেন, “জামাইবাবু দুই বছর হল ঘরে আসেনি।” পুরোটাই অবশ্য হাসি-মজার ছলে। এমনকী যেহেতু পুরো এপিসোডটা সম্প্রচার করা হয়নি, তাই ভিতরে আর কোনও কথাবার্তা আছে কি না, সেটাও জানা যাচ্ছে না।
কিন্তু গম্ভীরের মন্তব্যে বেজায় চটেছেন অনেক ভক্ত। কোচ কীভাবে জাতীয় টেলিভিশনে দলের ক্রিকেটারকে কটাক্ষ করতে পারেন। যেখানে শামি মূলত পারফরম্যান্স নয়, চোটের জন্য বাইরে ছিলেন। তাও সেটা দেশের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার পর। তাহলে কি টেস্টে গম্ভীর চাইছেন না শামিকে? বিশেষ করে বর্ডার-গাভাসকর ট্রফি বা ইংল্যান্ড সিরিজ, শামি বাদের খাতাতেই রয়ে গিয়েছেন। যদিও শামি সাদা বলের ক্রিকেটে খেলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। কিন্তু টেস্টের দরজা কি পুরোপুরি বন্ধই হয়ে গিয়েছে শামির জন্য? গম্ভীরের মন্তব্যে সেই বিতর্কও উঠছে।
Pant, Gambhir, Chahal & Abhishek Sharma on The Great Indian Kapil Show 😂🔥
— The Sports Feed (@thesports_feed)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.