Advertisement
Advertisement
Gautam Gambhir

গম্ভীর জমানার কোপ! এশিয়া কাপের আগে চাকরি গেল টিম ইন্ডিয়ার সবচেয়ে পুরনো সাপোর্ট স্টাফের

প্রায় এক দশকের বেশি সময় ধরে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই সদস্য।

Gautam Gambhir Era Turns Ruthless as Another Long-Serving Staffer Axed Before Asia Cup
Published by: Arpan Das
  • Posted:August 23, 2025 2:03 pm
  • Updated:August 23, 2025 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গম্ভীর জমানায় চাকরি গেল ভারতীয় দলের আরও এক সদস্যের। এর আগে টিম ইন্ডিয়া থেকে বরখাস্ত হয়েছেন সোহম দেশাই বা টি দিলীপের মতো গুরুত্বপূর্ণ সদস্য। এবার চাকরি গেল দলের সবচেয়ে পুরনো সাপোর্ট স্টাফ রাজীব কুমারের। প্রায় এক দশকের বেশি সময় ধরে টিম ইন্ডিয়ার ম্যাসিওরের ভূমিকা পালন করেছেন রাজীব। এশিয়া কাপের ঠিক আগেই তাঁর চাকরি গেল।

Advertisement

সম্প্রতি ইংল্যান্ড সফরেও গিয়েছিলেন রাজীব। কিন্তু সেখান থেকে ফিরে আসার পর আর নতুন চুক্তি করা হল না তাঁর সঙ্গে। জানা যাচ্ছে, ভারতীয় দলের ম্যানেজমেন্টের এক গুরুত্বপূর্ণ সদস্য মনে করেন, অনেক সাপোর্ট স্টাফই দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে রয়েছেন। যার ফলে তাঁদের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য তৈরি হয়। এর যেমন ভালো দিক রয়েছে। তেমনই অনেকে মনে করেন, দলের উন্নতির পক্ষে যা বাধা তৈরি করছে। সেই কারণেই কি চাকরি গেল রাজীবের?

আসলে গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর থেকেই ভারতীয় দলের কোচিং স্টাফে একাধিক বদল এসেছে। তিনি অভিষেক নায়ারকে ব্যাটিং কোচ হিসেবে নিয়ে আসেন, পরে তাঁর চাকরি যায়। অন্যদিকে ফিল্ডিং কোচ টি দিলীপেরও চাকরি গিয়েছিল। তবে ইংল্যান্ড সফরের আগে তাঁকে ফের দলে নেওয়া হয়। যদিও এশিয়া কাপে তিনি থাকবেন কি না, তা এখন নিশ্চিত নয়। এর আগে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও ছাঁটাই করা হয়েছিল।

একনজরে বর্তমানে ভারতীয় দলের কোচিং স্টাফ-
প্রধান কোচ: গৌতম গম্ভীর
সহকারী কোচ : রায়ান টেন দুশখাতে (ফিল্ডিংয়ের দায়িত্বও পালন করছেন)
ব্যাটিং কোচ: সীতাংশু কোটাক
বোলিং কোচ: মর্নি মর্কেল
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ: অ্যাড্রিয়ান লে রক্স
ফিল্ডিং কোচ: টি দিলীপ
থ্রোডাউন স্পেশালিস্ট: রাঘবেন্দ্র দ্বিবেদী (রঘু)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement