Advertisement
Advertisement
Virat Kohli

টেস্ট ছেড়ে কোহলি ভালোই করেছেন! ‘স্রোতের বিপরীতে’ মত ভারতের প্রাক্তন কোচের

অনেকে মনে করেন, কোহলি অনায়াসে আরও কিছু বছর টেস্ট ক্রিকেট খেলে দিতে পারতেন।

Former India Bowling Coach Paras Mhambrey said Virat Kohli Didn't Have 5 Years Of Test Cricket Left
Published by: Arpan Das
  • Posted:June 18, 2025 1:26 pm
  • Updated:June 18, 2025 1:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে আচমকাই অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। যা নিয়ে বিতর্ক কম হয়নি। অনেকে মনে করেন, কোহলি অনায়াসে আরও কিছু বছর টেস্ট ক্রিকেট খেলে দিতে পারতেন। সেই ফিটনেসও আছে। তারপরও কেন লাল বলের ক্রিকেটকে হঠাৎ বিদায় জানালেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে বিকল্প মতও আছে। যেরকম ভারতের প্রাক্তন বোলিং কোচ মনে করেন, কোহলি পাঁচ বছর টেস্ট খেলতে পারতেন না।

Advertisement

বর্ডার গাভাসকর ট্রফিতে একেবারেই ফর্মে ছিলেন না কোহলি। পারথে একটি সেঞ্চুরি ছাড়া বলার মতো পারফরম্যান্স নয়। অফ স্টাম্পের বাইরে বারবার খোঁচা দিয়ে আউট হয়েছেন। গত কয়েক বছরে গড় নেমে গিয়েছে ৫০-র নীচে। ভারতের প্রাক্তন বোলিং কোচ পরশ মাম্ব্রের কথা শুনে সেটা মনে পড়তে বাধ্য।

তিনি বলছেন, “বিরাট আরও পাঁচ বছর ক্রিকেট খেলতে পারত না। কোহলি ও রোহিতের নিজস্ব লড়াই আছে। ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছে, এবার বিদায় নেওয়ার সময়। ওরা জানে, ওদের অবদান কতটা। আর সেটা অনেক সময় বাড়তি অনুপ্রেরণার কাজও করে। হয়তো সেটা বুঝেই দুজনে সরে দাঁড়িয়েছে। এটা এক ধরনের নিঃস্বার্থ মনোভাব।”

২০২১ থেকে ভারতের বোলিং কোচ ছিলেন মাম্ব্রে। ২০২৪-এ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলেন। ফলে দুই তারকাকে খুব ভালোভাবেই চেনেন। মাম্ব্রে আরও বলছেন, “কখনও কখনও এত সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার মতো মানসিকতা থাকে না। যদি নিজের একশো শতাংশ দেওয়ার মতো মানসিক অবস্থা না থাকে, তাহলে সৎভাবে সেটা স্বীকার করো। সেক্ষেত্রে অন্য ফরম্যাটগুলোকে মনোযোগ দাও। তাতে দলের ভালোই হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ