Advertisement
Advertisement
Ravichandran Ashwin

অপমান সহ্য করতে না পেরেই অবসর! বোমা ফাটালেন অশ্বিনের বাবা

কেন এমন বিস্ফোরক দাবি?

Father of Ravichandran Ashwin says spinner was humiliated

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 19, 2024 3:45 pm
  • Updated:December 19, 2024 3:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার অপমানিত হতে হয়েছে! লাগাতার অসম্মান সহ্য করতে না পেরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ছেলে অবসর নেওয়ার পরের দিন এমনই বিস্ফোরক দাবি করলেন অশ্বিনের বাবা। ছেলের এমন সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গিয়েছেন বলেও জানান তিনি।

Advertisement

বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ক্লাব স্তরে দেখা যাবে তারকা স্পিনারকে। হঠাৎ করে এইভাবে অবসর নেবেন অশ্বিন, সেটা আন্দাজ করতে পারেননি কেউই।

অশ্বিনের অবসর প্রসঙ্গে রোহিত জানান, সিরিজের শুরু থেকেই অবসর নিয়ে ভাবছিলেন তারকা স্পিনার। খানিকটা জোরাজুরি করেই সিরিজের তিনটি টেস্ট পর্যন্ত অশ্বিনকে আটকে রেখেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু ব্রিসবেনের পরেই আর আন্তর্জাতিক ক্রিকেটে থাকতে চাননি অশ্বিন। সিরিজের মাঝপথেই তিনি ফিরে আসবেন দেশে।

ছেলের এহেন সিদ্ধান্তে চমকে গিয়েছেন অশ্বিনের বাবা রবিচন্দ্রন। অবসর ঘোষণার পরের দিন তিনি বলেন, “একেবারে শেষ মুহূর্তে এসে আমরা জানতে পারি ও অবসর নিতে চলেছে। অবসর নেওয়া একেবারেই ওর নিজস্ব সিদ্ধান্ত। সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না। ১৪-১৫ বছর ধরে ভারতের জার্সিতে খেলেছে, সেটা হঠাৎ পালটে গেলে শক তো লাগবেই। তবে এমন কিছু ঘটতে পারে আন্দাজ করেছিলাম। দিনের পর দিন অপমানিত হতে হচ্ছিল ওকে। আর কতদিন সহ্য করবে? তাই নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।”

কেন এমন বিস্ফোরক দাবি? অশ্বিনের বাবা সরাসরি কিছু বলেননি। কিন্তু তাঁর ইঙ্গিত, বিদেশের মাটিতে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না তারকা স্পিনার। তাতেই হয়তো অপমানিত বোধ করেছিলেন। শেষ পর্যন্ত অবসর নিয়েই অপমানের জ্বালা মেটাতে চাইলেন অশ্বিন, বলছেন বাবা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ