প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। মহম্মদ শামি, অর্শদীপ সিংয়ের মতো জাতীয় দলের তারকারা সেখানে খেলছেন। কিন্তু গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কোনও সম্প্রচার নেই! এহেন ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। তাঁদের প্রশ্ন, প্রযুক্তির বাড়বাড়ন্তের যুগে এখন পাড়ার টুর্নামেন্টও সরাসরি সম্প্রচার করা হয়। তাহলে দলীপের মতো প্রতিযোগিতা কেন দেখানো হবে না ক্রিকেটপ্রেমীদের জন্য?
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দলীপের প্লে অফ পর্ব। প্রথম দিনে মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল। প্রথম ম্যাচেই কামব্যাক করছেন শামি। তুলে নিয়েছেন একটি উইকেটও। কিন্তু সেই ম্যাচ টিভিতে দেখানো হয়নি। উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচে না খেললে যেন ঘরোয়া ক্রিকেট খেলেন, এমন নির্দেশ দিয়েছে বিসিসিআই। ফলে একঝাঁক তারকাকে দেখা যাবে দলীপ ট্রফিতে। তা সত্ত্বেও কেন সেই ম্যাচগুলি সরাসরি সম্প্রচার হচ্ছে না, উঠছে প্রশ্ন।
হতাশ এক ক্রিকেটভক্ত সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার এলাকায় স্থানীয় একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেটাও এইচডি কোয়ালিটিতে সম্প্রচার হচ্ছে। কিন্তু দেশের প্রথম সারির ক্রিকেট টুর্নামেন্ট, সেটা কেবল স্কোরকার্ড দেখতে পাচ্ছেন ক্রিকেটপ্রেমী। এই পরিস্থিতি ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমী উভয়ের পক্ষেই খুব খারাপ।’ আরেকজনের মত, ‘আজকাল তো টেনিস বলের টুর্নামেন্টও দেখানো হয়। কিন্তু দলীপ ট্রফির সম্প্রচার নেই।’
উল্লেখ্য়, আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপের সেমিফাইনাল। খেতাবি ম্যাচ শুরু ১১ সেপ্টেম্বর থেকে। সেই দুই ম্যাচের সম্প্রচার হবে কিনা, সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে। ক্রিকেটপ্রেমীদের আশা, অন্তত শেষ পর্যায়ের ম্যাচগুলি অন্তত তাঁদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে বোর্ড। অন্যদিকে, দলীপে পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাংলার অভিমন্যু ঈশ্বরনের। কিন্তু তিনি অসুস্থতার জন্য খেলতে পারেননি। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেন রিয়ান পরাগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.