Advertisement
Advertisement

Breaking News

Team India

দুর্দান্ত ব্যাটিংয়ে রেকর্ড শুভমান-জাদেজার, বড় রানের পথে টিম ইন্ডিয়া

জাদেজা করেন গুরুত্বপূর্ণ ৮৯ রান।

Excellent Shubman-Jadeja, India on the way to big runs

ছবি দেবাশিস সেন

Published by: Prasenjit Dutta
  • Posted:July 3, 2025 5:40 pm
  • Updated:July 3, 2025 6:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টনের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ইঙ্গিতটা স্পষ্ট দিয়েই রেখেছিল টিম ইন্ডিয়া। দেখার ছিল দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় কেমন ব্যাটিং করেন অপরাজিত দুই ব্যাটার শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজা। তাঁরা শুরুটা দুর্দান্ত করলেন। কোনও রকম তাড়াহুড়ো না করে তাঁরা এগিয়ে চললেন দুলকি চালে। অনেকদিন পর একেবারে ধ্রুপদী টেস্ট দেখল ক্রিকেটবিশ্ব। ভারত লাঞ্চে গেল ৬ উইকেটে ৪১৯ স্কোরে।

১১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন রবীন্দ্র জাদেজা। ১৩৭ বলে তাঁর ৮৯ রানের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার এবং ১টি ছক্কা দিয়ে। জশ টংয়ের বাউন্সার সামলাতে না পেরে আউট হন তিনি। দ্বিতীয় দিন ৪১ রানে শুরু করে, দিনের শুরুটা তিনি করেছিলেন বাউন্ডারি মেরে।খুব সহজেই হাফসেঞ্চুরিতে পৌঁছে যান জাদেজা। এর ফলে কপিল দেবের নজির স্পর্শ করেন জাড্ডু। তিনি এখন SENA দেশগুলিতে টেস্টে ৭ নম্বর বা তার নিচে ব্যাটিং করে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ৫০+ স্কোর করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে। SENA দেশগুলিতে তাঁর এখন ৫০+ স্কোর ৮টি।

অন্যদিকে, গত কাল যেখানে শেষ করেছিলেন এদিন ঠিক সেখান থেকেই শুরু করেন শুভমান গিল। ধৈর্যের পরীক্ষা দিয়ে ২৮৮ বলে ১৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। জাদেজার সঙ্গে তাঁর ২০৩ রানের জুটিতেই ভারত ৪০০-র গণ্ডি পেরিয়েছে। তবে লাঞ্চের আগেই বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন শুভমন গিল। এই এজবাস্টনেই ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। এদিন কোহলির সেই বিরাট রেকর্ডকে টপকে যান গিল। তাছাড়াও অধিনায়ক হিসেবেও এই প্রথমবার দেড়শো রান করলেন গিল। এটাই এক ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর।

গত কাল ১৯৯ বলে টেস্টে সপ্তম সেঞ্চুরি হাঁকান শুভমান। এই সেঞ্চুরির পর ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ইংরেজদের বিরুদ্ধে তাঁর আগে দু’টি সেঞ্চুরি এসেছিল ধরমশালায় (২০২৪) এবং লিডসে (২০২৫)। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে টানা তিনটি শতরান হাঁকানোর কৃতিত্ব অর্জন করলেন তিনি। শুভমানের আগে মহম্মদ আজহারউদ্দিন (১৯৮৪-৮৫), দিলীপ বেঙ্গসরকার (১৯৮৫-৮৬) এবং রাহুল দ্রাবিড় (২০০২ ও ২০০৮-২০১১)-এর নামে রয়েছে এই রেকর্ড। তাছাড়াও এই ইনিংসের ফলে গিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দু’টি টেস্টে টানা সেঞ্চুরি করা সফরকারী অধিনায়কদের একটি অভিজাত ক্লাবে যোগ দিয়েছেন। এই তালিকায় রয়েছেন ডন ব্র্যাডম্যান, গারফিল্ড সোবার্স, গ্রেইম স্মিথের মতো কিংবদন্তি তারকারা। এখন দেখার অধিনায়ক হিসেবে দ্বিশতরান করতে পারেন কিনা শুভমান। তাঁর সঙ্গে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement