সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে পারফরম্যান্স একেবারেই আশাজনক নয়। তার মধ্যে মাঠের বাইরেও নতুন বিতর্কে জড়িয়ে পড়ল পাকিস্তান। সলমন আলি আঘাদের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন প্রাক্তন পাক ক্রিকেটার আতিক উজ-জামান। সোশাল মিডিয়ায় তাঁর অভিযোগ, শাহিন আফ্রিদিরা যে জার্সি পরে খেলছেন, তা কেনার ক্ষেত্রে দুর্নীতি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এক্স হ্যান্ডলে আতিক লিখেছেন, ‘পাকিস্তান প্লেয়াররা নিম্নমানের জার্সি পরে মাঠে ঘামছে। যেখানে অন্য দলের জার্সি শুকনো। এটাই হয়, যখন জার্সির বরাত বন্ধুদের দেওয়া হয়, কোনও পেশাদার সংস্থাকে নয়। ঘামের থেকে বেশি দুর্নীতি ঝরে পড়ছে।’ অনেক ভক্তও তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেছেন। ভারতের জার্সি অ্যাডিডাস বানায়। কিন্তু পাকিস্তানের জার্সি কারা বানায়, তা তাদের ওয়েবসাইটে নেই। বিশেষ করে, দুবাইয়ের গরমে সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচে জার্সির ‘নিম্নমান’ অনেকের চোখে পড়েছে।
পরে আতিক ব্যাখ্যা দিয়ে জানান, তিনি পিসিবি’র চেয়ারম্যানকে সরাসরি উদ্দেশ্য করে কিছু বলছেন না। কিন্তু যাঁরা জার্সির দেখভালের দায়িত্বে আছেন, তাঁরা স্বজনপোষণ করছেন বলে অভিযোগ আতিকের। কিন্তু তা বলে কি পিসিবি প্রধান মহসিন নকভি দায় এড়াতে পারেন? কারণ, এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছে পিসিবি’র বিরুদ্ধে। মাস দুয়েক আগে অডিটর জেনারেলের এক প্রতিবেদনে পিসিবি’র কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির কথা প্রকাশ করা হয়েছিল। এবার কি আতিকের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসবে পিসিবি?
Pakistan players sweating through low-quality kits while others wear proper dry-fits. This is what happens when tenders go to friends, not professionals. Corruption dripping more than the sweat.
— Atiq-uz-Zaman (@Atiq160Test)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.