সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে নজির ইংল্যান্ডের। সাউদাম্পটনে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানে হারিয়ে ভারতের রেকর্ড ভাঙল হ্যারি ব্রুকের দল। আগেই সিরিজ জিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওয়ানডে তাদের কাছে ছিল কার্যত নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু কে জানত সেই ম্যাচে এমন ‘লজ্জা’ অপেক্ষা করছে তাদের সামনে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এত বড় রানের ব্যবধানে এর আগে হারেনি কোনও দল।
প্রথমে ব্যাট করে ৪১৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ওপেনার জেমি স্মিথ করেন ৪৮ বলে ৬২। জো রুট (১০০) এবং জেকব বেথেল (১১০) সেঞ্চুরি হাঁকান। শেষের দিকে জস বাটলার ৩২ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁদের সামনে দক্ষিণ আফ্রিকার বোলাররা এদিন কার্যত অসহায় ছিলেন। করবিন বস এবং কেশব মহারাজ দু’টি করে উইকেট পেলেও বেধড়ক মার খান। বিশেষ করে নান্দ্রে বার্গারের অবস্থা ছিল তথৈবচ। ১০ ওভারে তিনি দেন ৯৫ রান।
জবাবে ২০.৫ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ট্রিস্টান স্টাবস (১০), করবিন বস (২০), কেশব মহারাজ (১৭) ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারলেন না। এই তিন জন ছাড়া প্রোটিয়া বাহিনীর স্কোর কার্ড দেখতে অনেকটা মোবাইল নম্বরের মতো লাগবে। জোফ্রা আর্চার নেন ১৮ রানে ৪ উইকেট। আদিল রশিদ ৩টি এবং ব্রাইডন কার্স নিলেন ২ উইকেট। এভাবেই ৩৪২ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করল ইংল্যান্ড।
২০২৩ সালের জানুয়ারিতে তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল ভারত। এতদিন পর্যন্ত সেটাই ছিল ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানে হারানোর রেকর্ড। সেই নজির দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের নামে করে নিল ইংল্যান্ড। তালিকায় তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। ২০২৩ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়েছিল তারা। তাছাড়া ওয়ানডেতে এটাই দক্ষিণ আফ্রিকার বৃহত্তম পরাজয়। অন্যদিকে, দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জাজনক নজিরও গড়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে গিয়েছিল প্রোটিয়া বাহিনী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.