ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: সামনের বছর শুরুতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথ ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই আলোচনা চলছে, কোন কেন্দ্র কোন ম্যাচ পাবে? বিশ্বকাপের সবচেয়ে হাইপ্রোফাইল ম্যাচ ভারত বনাম পাকিস্তান। কিন্তু সেটা কোনওভাবেই ভারতে হচ্ছে না। ভারত-পাক ক্রিকেটীয় যুদ্ধ হবে নিরপেক্ষ কেন্দ্রে। সেই কেন্দ্র মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। সেটা হল কলম্বো।
আপাতত যা খবর, বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে। দু’বছর আগে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও পেয়েছিল আহমেদাবাদ। ইডেনে একটা সেমিফাইনাল হয়েছিল। তবে রোহিত শর্মারা সেমিফাইনাল খেলেছিলেন ওয়াংখেড়েতে। এবারও ইডেনে একটা সেমিফাইনাল পাবে, সেটা বলে দেওয়াই যায়। এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি, তাতে ভারত সেমিতে উঠলে, সেই ম্যাচই দেওয়া হতে পারে ইডেনে। ইডেন থেকে এবার আইপিএলের কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়। যার ‘ক্ষতিপূরণ’ হিসেবে ইডেন বিশ্বকাপের সেমিফাইনাল পাবে বলেই মনে করছেন অনেকে।
খবর নিয়ে জানা গেল, বিশ্বকাপের ক্রীড়াসূচির প্রাথমিক একটা খসড়া তৈরি হয়ে গিয়েছে। তবে সরকারিভাবে সেটা এখনই ঘোষণা করা হবে না। আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সভা। সেখানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। বিশ্বকাপের আয়োজক যেহেতু ভারত, তাই বোর্ডের নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সরকারিভাবে কিছুই করা হবে না। বোর্ডেরই কারও কারও মতে, নতুন কমিটি হয়ে যাওয়ার সাত থেকে দশ দিনের মধ্যেই সরকারিভাবে ক্রীড়সূচি ঘোষণা করে দেওয়া হবে। এখনও পর্যন্ত ঠিক আছে, ৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে। অবশ্য যদি পাকিস্তান ফাইনালে ওঠে, খেলা হবে কলম্বোয়।
ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিনক্ষণ নিয়েও ক্রিকেটমহলে প্রচুর জল্পনা। আইসিসি ইভেন্টে সাধারণত টুর্নামেন্ট শুরুর পর প্রথম রবিবারেই এই মেগা ম্যাচ দেওয়া হয়। তবে এবার কী হবে, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হলে, সেটা হবে শনিবার। আইসিসি যদি নিজেদের ট্র্যাডিশন বজায় রাখে, তাহলে তার পরের দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান হওয়ার কথা। তবে অনেকেই মনে করছেন, শেষবারের বিশ্বকাপ যেহেতু ভারত জিতেছে, তাই উদ্বোধনী ম্যাচে খেলতে পারে টিম ইন্ডিয়া। সেটা যদি হয়, তাহলে ভারত বনাম পাকিস্তান হবে ১৫ ফেব্রুয়ারি।
তবে সব কিছুই ঝুলে রয়েছে বোর্ডের এজিএমের জন্য। অনেকে বলাবলি করছেন, নতুন প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, তাঁর শহরে একটা ‘মার্কি’ ম্যাচ দিতেই হবে। যা পরিস্থিতি, অক্টোবরে শুরুতেই পুরোটা পরিষ্কার হয়ে যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.