সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে দ্বন্দ্ব! দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের দল নির্বাচন নিয়ে ‘অসন্তুষ্ট’ বিসিসিআই। কারণ, ‘নির্দেশ’ সত্ত্বেও একরাশ তারকা ক্রিকেটারকে দলে রাখেনি দক্ষিণাঞ্চল। কিন্তু কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হল? জানা যাচ্ছে, কেরলের প্লেয়ারদের দারুণ পারফরম্যান্সকে মাথায় রেখে, তাঁদের প্রাধান্য দেওয়া হচ্ছে।
বিসিসিআই চেয়েছিল, জাতীয় দলের খেলা তারকারাও খেলুন দলীপ ট্রফিতে। বিসিসিআইয়ের তরফে ডিরেক্টর অফ জেনারেল অপারেশনস আবে কুরুভিল্লা রাজ্য ক্রিকেট সংস্থা এবং জোনাল কো অর্ডিনেটরদের চিঠি লিখে জানিয়েছেন, দলীপ ট্রফির ঐতিহ্য এবং সম্মানের কথা মাথায় রেখে সম্ভাব্য সেরা দল খেলানো উচিত সব সংস্থারই। মনে করা হচ্ছে, কুরুভিল্লার ওই চিঠি মূলত সাউথ জোনের উদ্দেশে লেখা।
অন্যান্য দলে কমবেশি জাতীয় দলের তারকারা থাকলেও সাউথ জোন সদ্য টেস্ট সিরিজ খেলে আসা কোনও ক্রিকেটারকেই দলে রাখেনি তারা। কেএল রাহুল, মহম্মদ সিরাজদের মতো প্রথম সারির তারকাদের তো রাখা হয়ইনি। সাই সুদর্শন, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দরদেরও দক্ষিণাঞ্চলের দলে রাখা হয়নি।
কিন্তু কেন এই সিদ্ধান্ত? দক্ষিণাঞ্চল দলের এক নির্বাচকের বক্তব্য, “৯০ বছরের ইতিহাসে কেরল গত বছর প্রথমবার রনজি ট্রফির ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। অল্পের জন্য হেরেছে। একটা অসাধারণ মরশুম কেটেছে। দলীপ ট্রফির দলে তারা থাকার যোগ্য।” উল্লেখ্য, রাহুল, সিরাজ বা সুন্দররা প্রত্যেকেই ইংল্যান্ড সিরিজে ছিলেন। তবে সেখানে অধিনায়ক থাকা শুভমান গিলের প্রথমে উত্তরাঞ্চলের নেতৃত্বে থাকার কথা ছিল। তবে গিল আচমকা অসুস্থ হয়ে পড়ায়, সেই দায়িত্ব সামলাবেন কি না প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.