ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টনে মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ১৩৭ বলে তাঁর ৮৯ রানের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার এবং ১টি ছক্কা দিয়ে। শুভমানের সঙ্গে তাঁর ২০৩ রানের পার্টনারশিপ ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে আসেন জাড্ডু। সেখানে তিনি শুভমানের ঢালাও প্রশংসা করেন। যদিও অধিনায়কত্বের প্রসঙ্গও ওঠে। প্রশ্ন শুনে মাত্র ‘তিন শব্দে’ উত্তর দিয়েছেন ৩৬ বছরের এই অলরাউন্ডার।
জাদেজা হেসে বলেন, “উও টাইম গ্যায়া” (পড়ুন, ‘এখন আর ক্যাপ্টেন হওয়ার বয়স নেই আমার’)। লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর শুভমান গিলকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে, একটা সময় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হোক জাদেজাকে বলে সওয়াল করেছিলেন অনেক প্রাক্তন। তাঁদের মধ্যে ছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। সেই জাদেজাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ক্যাপ্টেন শুভমানকে।
তিনি বলেন, “দারুণ আত্মবিশ্বাসী মনে হয়েছে গিলকে। যখন ব্যাটিং করে, তখন গিলকে দেখে কিন্তু মনে হয় না ওর উপর অতিরিক্ত দায়িত্ব রয়েছে। ওর সঙ্গে যখন ক্রিজে ছিলাম, মনে হচ্ছিল, গিল হয়তো আউটই হবে না। দুর্ভাগ্যবশত বলটা ফিল্ডারের হাতে চলে গেল। অসাধারণ একটা ইনিংস। আমাদের মধ্যে বারবার পার্টনারশিপ নিয়ে কথা হচ্ছিল। প্রয়োজন ছিল বড় একটা পার্টনারশিপের। সেই লক্ষ্যে সফল আমরা।”
উল্লেখ্য, জশ টংয়ের বাউন্সার সামলাতে না পেরে আউট হন তিনি। ৪১ রানে অপরাজিত জাদেজা দ্বিতীয় দিনের শুরুটা করেছিলেন বাউন্ডারি মেরে। এরপর খুব সহজেই হাফসেঞ্চুরিতে পৌঁছে যান। এর ফলে কপিল দেবের নজির স্পর্শ করেন জাড্ডু। তিনি এখন SENA দেশগুলিতে টেস্টে ৭ নম্বর বা তার নিচে ব্যাটিং করে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ৫০+ স্কোর করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে। SENA দেশগুলিতে তাঁর এখন ৫০+ স্কোর ৮টি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.