৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ৮ দল নামছে এশিয়াসেরার লড়াইয়ে। টুর্নামেন্ট শুরুর আগে কে কোথায় দাঁড়িয়ে? আজ নজরে শ্রীলঙ্কা।
গ্রুপ: এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ, হংকংয়ের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা স্কোয়াড: নুওয়ানিদু ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা, মহেশ থিকশানা, নুয়ান থুশারা, দুনিথ ওয়েল্লাগে।
সম্ভাব্য প্রথম একাদশ: পথুম নিসাঙ্কা. কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুষ্মন্ত চামিরা, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা।
শক্তি: হাসারাঙ্গা এবং থিকশানার মতো স্পিনাররা রয়েছেন দলে। দ্রুত উইকেট তুলে নেওয়ার দক্ষতা রয়েছে তাঁদের। মাঝের ওভারগুলিতে রান রেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে অধিনায়ক তাঁদের উপর ভরসা রাখতে পারেন। তাছাড়াও রয়েছেন মাথিশা পাথিরানার মতো পেসার। মিডল অর্ডারে আসালাঙ্কা, মেন্ডিস, পেরেরা এবং নিসাঙ্কার অভিজ্ঞ ব্যাটাররা ব্যাটিং লাইনআপে ভারসাম্য তৈরি করেছেন। চাপের পরিস্থিতি মোকাবিলায় তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে। তাছাড়াও দাসুন শানাকার মতো অলরাউন্ডারের উপস্থিতি বাড়তি শক্তি জোগাবে।
দুর্বলতা: টপ অর্ডারে পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিসরা ব্যর্থ হলে মিডল অর্ডার ব্যাটারদের উপর চাপ পড়তে বাধ্য। সেই চাপ কাটিয়ে উঠতে না পারলে শ্রীলঙ্কার জন্য বিপদ। পেস আক্রমণে গভীরতার অভাব ভোগাতে পারে লঙ্কান বাহিনীকে। তাছাড়াও হাসারাঙ্গা, শানাকার মতো খেলোয়াড়ের উপর অতিরিক্ত নির্ভরশীলতাও ২০২২ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের আরও এক দুর্বলতম দিক।
এক্স ফ্যাক্টর: দাসুন শানাকা। অভিজ্ঞ এই অলরাউন্ডার দেশের হয়ে ১০৭টি টি-টোয়েন্টিতে ১৫৩০ রান করেন। ৩৪টি উইকেটও রয়েছে তাঁর নামের পাশে। তাঁর অভিজ্ঞতা শ্রীলঙ্কা দলের কাছে বড় সম্পদ।
সম্ভাবনা: গ্রুপ পর্বে আফগানিস্তান, বাংলাদেশের মতো দলের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কাকে। তাই সুপার ফোরের আগে কঠিন লড়াই অপেক্ষা করছে আসালাঙ্কাদের সামনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.