Advertisement
Advertisement
Virat Kohli

ইংল্যান্ডে চার-পাঁচটা সেঞ্চুরি হাঁকাতে চেয়েছিলেন! হঠাৎ কেন টেস্ট অবসরে কোহলি? উঠছে প্রশ্ন

ইংল্যান্ড সফরে বাড়তি দায়িত্ব নিতে চেয়েছিলেন কোহলি।

Delhi Ranji coach claims that Virat Kohli was preparing for England Test series
Published by: Arpan Das
  • Posted:May 13, 2025 10:29 am
  • Updated:May 13, 2025 10:32 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে সফর। তার আগে কোহলির সিদ্ধান্তে চমকে উঠেছেন অনেকেই। তাঁর মধ্যে আছেন ঘরোয়া ক্রিকেটে দিল্লির কোচ শরণদীপ সিং। তাঁর মতে, ইংল্যান্ড সফরে চার-পাঁচটা সেঞ্চুরি হাঁকানোর পরিকল্পনা ছিল কোহলির। তাহলে হঠাৎ কী হল?

Advertisement

সোমবার সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে কোহলি লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ান। তারপর ক্রিকেট দুনিয়ায় বিরাট বন্দনা। এর মধ্যেই শরণদীপের কথায় বিতর্কের আঁচ পাচ্ছেন অনেকে। তিনি বলছেন, “একমাত্র বিরাটই জানে কেন এরকম সিদ্ধান্ত নিল। সবাই চমকে গিয়েছে। আমি তো কোনও আঁচ পাইনি। আইপিএলে কীভাবে ছন্দে আছে দেখুন’।”

এর আগে বর্ডার গাভাসকর ট্রফিতে ব্যর্থ হয়েছিলেন কোহলি। ফিরে এসে রনজি খেলেন। সেই কথা তুলে শরণদীপ বলেন, “আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে কাউন্টি ক্রিকেট খেলবে কি না? ও আমাকে বলে, ‘না, আমি ইন্ডিয়া এ-র হয়ে খেলতে চাই। ইন্ডিয়া এ-র হয়ে দুটো ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি নেব। ইংল্যান্ডে আমি তিন-চারটে সেঞ্চুরি করতে চাই। দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে এটা আমার দায়িত্ব।”

কিন্তু তাহলে হঠাৎ অবসর কেন? অনেকের মতে, কোচ গম্ভীরের সঙ্গে দূরত্ব একটা বড় কারণ হতে পারে। দিন কয়েক আগে টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মাও। পরপর দুজন সিনিয়র ক্রিকেটারের আচমকা অবসর। টিম ইন্ডিয়ার অন্দরমহল নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ