প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার ক্রিকেট ম্যাচের দিনক্ষণ ঘোষণা করল অলিম্পিক কমিটি। ১৭ দিন ধরে অলিম্পিকে চলবে পুরুষ এবং মহিলাদের ক্রিকেট ম্যাচ। টি-২০ ফরম্যাটে খেলা হবে অলিম্পিকে।
অলিম্পিক কমিটির তরফ থেকে আগেই জানানো হয়েছিল, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট হবে ৬ দলের। ৬টা পুরুষ দল। ৬টা মহিলা দল। প্রতি দলে থাকবে ১৫ জন করে সদস্য। অর্থাৎ অলিম্পিকে মোট ৯০ জন পুরুষ ও ৯০ জন মহিলা ক্রিকেটার অংশ নিতে পারবেন। যোগ্যতা অর্জন পর্ব এবং প্রতিযোগিতার ফরম্যাট কী হবে, তা এখনও জানানো হয়নি। উল্লেখ্য, শতাধিক দেশ অংশ নেয় ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে। তাদের মধ্যে ৬টি দেশ বেছে নেওয়া কঠিন। ছ’টির মধ্যে আবার আয়োজক হিসাবে আমেরিকা সরাসরি সুযোগ পেয়ে যাওয়ার কথা। রইল বাকি পাঁচটি জায়গা। সেই পাঁচটি আসন কীভাবে নির্ধারিত হবে, সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন।
তবে যোগ্যতা অর্জন পর্ব নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলেও দিনক্ষণ ঘোষণা করে দিল লস অ্যাঞ্জেলস অলিম্পিকের আয়োজক কমিটি। সেখানে বলা হয়েছে, ২০২৮ সালের ১২ জুলাই থেকে শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা। অধিকাংশ দিনই দু’টি করে ম্যাচ রাখা হয়েছে। তবে ১৪ এবং ২১ জুলাই ক্রিকেট ম্যাচ হবে না। ২০ জুলাই মেয়েদের এবং ২৯ জুলাই পুরুষদের পদকজয়ের ম্যাচগুলি খেলা হবে। পোমোনার অস্থায়ী একটি মাঠে ২০২৮ সালের অলিম্পিক ক্রিকেট খেলা হবে। এই জায়গাটি লস অ্যাঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
স্থানীয় সময় সকাল ন’টা এবং সন্ধে সাড়ে ছ’টা থেকে শুরু হবে ক্রিকেট ম্যাচগুলি। অর্থাৎ ভারতীয় সময় রাত সাড়ে ন’টা এবং পরের দিন সকাল সাতটায় ম্যাচগুলি দেখা যাবে। তবে শেষ পর্যন্ত ভারতীয় দল অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে পারবে কিনা সেই নিয়ে এখনও সংশয় রয়েছে। ২০২৪ সালে মার্কিন মুলুকে আয়োজিত টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। তারপর বড়মাপের টুর্নামেন্টে ফের পদক জেতার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.