ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীপ ট্রফিতে অভিষেকেই ইতিহাস দানিশ মালেওয়ারের। শুক্রবার সেন্ট্রাল জোনের হয়ে দ্বিশতরান হাঁকালেন ২১ বছর বয়সি এই ক্রিকেটার। প্রথম দিনের শেষে ১৯৮ রানে অপরাজিত ছিলেন তিনি। ডবল সেঞ্চুরি করতে দ্বিতীয় দিন বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁকে।
বেঙ্গালুরুতে নর্থইস্ট জোনের বিরুদ্ধে মাত্র ২২০ বলে ২০০ রান পূর্ণ করেন দানিশ। তাঁর ইনিংসে ছিল ৩৬টি চার এবং একটি ছক্কা। শেষমেশ ২০৩ রান করে রিটায়ার্ড আউট হন। এখনও পর্যন্ত মাত্র প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬টি ইনিংসে দ্রুততম হাজার রান করা মাইলফলকের থেকে কিছুটা দূরে রয়েছেন। মালেওয়ারের এখন রান ৯৮৬। আর মাত্র ১৪ রান করতে পারলেই আরও এক নজির গড়বেন তিনি।
তাছাড়াও এই টুর্নামেন্টে তিনি প্রথম বিদর্ভ ব্যাটার হিসেবে ডবল সেঞ্চুরি করেন। প্রথম দিন রজত পাতিদারের সঙ্গে ৩৪৩ রানের বিরাট জুটি গড়েন মালেওয়ার। পাতিদার টি-টোয়েন্টি মেজাজে খেলে ৯৬ বলে ১২৫ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন। ২০২৪ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে নজর কেড়েছেন মালেওয়ার। গত মরশুমের পর এই মরশুমেও তিনি যথেষ্ট ধারাবাহিক। গত রনজি ট্রফিতে ৭৮৩ রান করেছেন। গড় ৫২। রয়েছে ২টি সেঞ্চুরি এবং ৬টি হাফসেঞ্চুরি।
দলীপ ট্রফিতে অসামান্য ব্যাটিং করার পর মালেওয়ার বলেন, “বাবা চাইতেন আমি ক্রিকেট খেলি। আমার বয়স যখন সাত বছর, অ্যাকাডেমিতে ভর্তি করে দিয়েছিলেন। ক্রিকেটের খরচ জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়েছে তাঁকে। অনেক সমস্যারও মুখোমুখি হতে হয়েছিল বাবাকে। একটা সময় পর্যন্ত অন্যরা ব্যাট, প্যাড, গ্লাভস দিত। কিন্তু এসব কেনার মতো আর্থিক অবস্থা ছিল না। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলার সময় থেকে কিছুটা রোজগার করতে শুরু করি।” উল্লেখ্য, রনজি ফাইনালে কেরলের বিপক্ষে ১৫৩ এবং ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি।
Vidarbha’s Danish Malewar makes history! 🏏 He’s the first from his state to score a Duleep Trophy double century, smashing 203 runs against North East Zone.
On top of that, he’s one of the fastest Indians to reach 1000 First-Class runs, achieving the feat in just 16 innings. A…— DIBYA MENDALI (@dibyamendali)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.