সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশবাসী। এই নারকীয় ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বহু। ধর্মের নামে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁর বক্তব্যের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পাকিস্তানের প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া। অন্যদিকে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও একহাত নিয়েছেন দানিশ।
এদিন তিনি মোদির মন্তব্যের ভিডিও পোস্ট করে লিখলেন, ‘ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন মোদি। এরজন্য কৃতজ্ঞতা। ভাষাটা ইংরেজি হওয়ায় গোটা বিশ্বের কাছে তাঁর বার্তা স্পষ্টভাবে পৌঁছবে। গাজার মতো দক্ষিণ এশিয়াতেও যেন সন্ত্রাসবাদ নির্মূল হয়। এটাই হয়তো তাঁর শুরুয়াত।’ অর্থাৎ তিনি যেন বুঝিয়ে দিতে চাইলেন, দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদ নির্মূল হবে নরেন্দ্র মোদির হাত ধরে।
I commend Prime Minister for choosing to speak in English during the rally, ensuring that the world hears his warning loud and clear. Hopefully, just like in Gaza, this marks the beginning of the end for terrorism in South Asia.
— Danish Kaneria (@DanishKaneria61)
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে রীতিমতো একহাত নিয়ে দানিশ লিখেছেন, ‘পহেলগাঁওয়ের ঘটনার পর দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে? কারণটা তোমরা জানো। জঙ্গিদের তোমরা আশ্রয় দাও। তোমাদের জন্য লজ্জা হয়।’ উল্লেখ্য, পহেলগাঁওকাণ্ডের পর এখনও কোনও শোকপ্রকাশ করেনি পাক সরকার। এ নিয়ে দানিশের সংযোজন, ‘পহেলগাঁওয়ের ঘটনায় কোনও ভূমিকা না থাকলে কেন শোকপ্রকাশ করছে না পাক সরকার ও পাক প্রধানমন্ত্রী?’
If Pakistan truly has no role in the Pahalgam terror attack, why hasn’t Prime Minister condemned it yet? Why are your forces suddenly on high alert? Because deep down, you know the truth — you’re sheltering and nurturing terrorists. Shame on you.
— Danish Kaneria (@DanishKaneria61)
গতকালই বেছে বেছে হিন্দুদের টার্গেট করার অভিযোগে সুর চড়িয়েছিলেন দানিশ। লিখেছিলেন, “পহেলগাঁওয়ে ফের বর্বর হামলা। বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক কিংবা কাশ্মীর – একই মানসিকতা নিয়ে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। কিন্তু যাঁরা ‘ধর্মনিরপেক্ষ’ এবং বিচারব্যবস্থায় আস্থা রাখেন, তাঁরা এই কাপুরুষ হামলাকারীদের ‘নিপীড়িত সংখ্যালঘু’ বলে মনে করেন। যাঁদের পরিবার এই হামলায় ক্ষতিগ্রস্ত, তাঁরা যেন ন্যায়বিচার পায়।”
এদিন বিহারের মধুবনি থেকে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস যারা দেখিয়েছে, তারা ছাড় পাবে না। পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাক, তাদের খুঁজে বের করে মারবে ভারত।” সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতাদের অস্তিত্ব গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর কথায়, “এই হামলা শুধু ওই পর্যটকদের উপর হামলা নয়। ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস দেখিয়েছে জঙ্গিরা। এমন শাস্তি দেব যে ওরা কল্পনাও করতে পারবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.