সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণে ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার গোটা বিশ্ব। এই হামলার নেপথ্যে যে পাকিস্তান যোগ আছে, সেরকম ইঙ্গিতও উঠে আসছে। এর মধ্যে পাকিস্তানের বিদেশমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী আশিক দার রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছেন, পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছে তারা জঙ্গি নয়, স্বাধীনতা সংগ্রামী হতে পারে। তাঁর এই মন্তব্যে ক্ষিপ্ত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। তিনি লিখেছেন, আশিক দারের বক্তব্য আসলে প্রমাণ করে, পাকিস্তান খোলাখুলি ভাবেই সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে।
পহেলগাঁও হামলার ঘটনায় ভারত-পাক কূটনীতিক সম্পর্ক চরম আকার নিয়েছে। এই পরিস্থিতির মাঝেই জাতীয় নিরাপত্তা কমিটির এক উচ্চপর্যায়ের বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারপরই পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দার বলেন, “গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জেলায় যে হামলার ঘটনা ঘটেছে হতে পারে এই হামলাকারীরা স্বাধীনতা সংগ্রামী।” এমনকী তিনি হুঙ্কার দিয়েছিলেন, পাকিস্তান কড়া জবাব দিতে প্রস্তুত।
পাক উপ প্রধানমন্ত্রীর এই মন্তব্য একেবারেই ভালো চোখে দেখেনি পাকিস্তানের প্রাক্তন স্পিনার। এক্স হ্যান্ডলে কানেরিয়া লিখেছেন, ‘যখন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী জঙ্গিদের ‘স্বাধীনতা সংগ্রামী’ বলে, সেটা জঘন্যতম কাজ। তাতেই বোঝা যায়, পাকিস্তান খোলাখুলি ভাবেই সন্ত্রাসবাদকে মদত দেয়।’
When the Deputy Prime Minister of Pakistan calls terrorists “freedom fighters,” it’s not just a disgrace — it’s an open admission of state-sponsored terrorism.
— Danish Kaneria (@DanishKaneria61)
উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনার পর থেকেই প্রতিবাদে সোচ্চার কানেরিয়া। তাঁর বক্তব্য ছিল, ‘বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক কিংবা কাশ্মীর – একই মানসিকতা নিয়ে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে।’ পরে ভারত সরকারের উপযুক্ত পদক্ষেপের প্রশংসা করে তিনি লেখেন, ‘গাজার মতো দক্ষিণ এশিয়াতেও যেন সন্ত্রাসবাদ নির্মূল হয়। এটাই হয়তো তাঁর শুরুয়াত।’ অর্থাৎ তিনি যেন বুঝিয়ে দিতে চাইলেন, দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদ নির্মূল হবে নরেন্দ্র মোদির হাত ধরে। সেই সঙ্গে পাকিস্তানকে আক্রমণ করে তাঁর সংযোজন ছিল, ‘জঙ্গিদের তোমরা আশ্রয় দাও। তোমাদের জন্য লজ্জা হয়।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.