Advertisement
Advertisement
RCB

বিয়ে থামাল যুগল, কলকাতা-হায়দরাবাদে পথে নেমে উচ্ছ্বাস, বিরাটদের জয়ে দেশজুড়ে উৎসবের ভিডিও ভাইরাল

হোটেলের লবিতে নাচে মেতে ওঠেন বিরাট-পাতিদাররা, ভাইরাল ভিডিও।

Couple stops wedding, fans' huge celebration after RCB wins IPL
Published by: Anwesha Adhikary
  • Posted:June 4, 2025 12:41 pm
  • Updated:June 4, 2025 12:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ট্রফি এল ঘরে। ১৮ বছরের অপেক্ষা ফুরোল। মঙ্গলবার রাতে আরসিবি আইপিএল জিততেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ল আরসিবি ভক্তকুল। কেবল বেঙ্গালুরু নয়, কলকাতা-হায়দরাবাদের মতো শহরেও পথে নেমে উৎসবে মাতলেন ক্রিকেটপ্রেমীরা। দীর্ঘ অপেক্ষার পর ট্রফি জিতে নাচে-গানে সেলিব্রেশনে মজলেন বিরাট কোহলি-রজত পাতিদাররাও।

Advertisement

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, আরসিবির জয়ের পর অকাল দিওয়ালিতে মেতেছেন ভক্তরা। কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিশাখাপত্তনম-কোন শহর নেই সেই সেলিব্রেশনের তালিকায়? লাল আবির, আতসবাজি-সেলিব্রেট করার কোনও উপায় বাদ রাখেননি আরসিবি ভক্তরা। তাঁদের কথায়, ‘১৮ বছর ধরে এর জন্য অপেক্ষা করেছি, এটা শুধুই একটা ট্রফি নয়।’ কিছু ক্ষেত্রে পুলিশকেও খানিকটা শক্তহাতে ভক্তদের সামলাতে হয়েছে।

কেবল ভক্তরা নন, আইপিএল জেতার পর আনন্দে মাতোয়ারা হয়েছেন আরসিবি তারকারা সকলেই। দলের সঙ্গে ড্রেসিংরুমে এসেছিলেন এবি ডি’ভিলিয়ার্স। সেখানে আবেগঘন ভাষণ দেন ক্রিকেটাররা। স্টেডিয়াম থেকে হোটেলে ফিরতেই রজত পাতিদারদের স্বাগত জানানো হয় গুজরাটি সুরে। হোটেলের লবিতেই নাচতে শুরু করেন ক্রিকেটাররা। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

অন্যদিকে, আইপিএল ফাইনাল চলাকালীন বিয়ের অনুষ্ঠানও থামিয়ে দিয়ে ম্যাচ দেখেছেন যুগল। ভাইরাল হয়েছে কর্নাটকের কালাবুর্গির এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের আসর ছেড়ে টিভির সামনে বসে রয়েছেন যুগল। খেলার দিকেই তাঁদের সমস্ত মনোযোগ। ম্যাচ শেষে লাফিয়ে উঠে সেলিব্রেশনে মেতেছেন বর। বিয়েতে আমন্ত্রিত অতিথিদেরও একই অবস্থা। আরসিবির প্রতি এমন ভালোবাসা দেখেও মুগ্ধ নেটদুনিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ