Advertisement
Advertisement
Virat Kohli

বিরাট অবসর নিতেই ১৮ নম্বর জার্সির ‘মালিক’ বদল! বিসিসিআইয়ের উপর চটে লাল কোহলিভক্তরা

বিতর্কের সূত্রপাত ইংল্যান্ডে বেসরকারি টেস্ট চলাকালীন।

Controversy on Mukesh Kumar wears 18 jersey of Virat Kohli
Published by: Anwesha Adhikary
  • Posted:June 1, 2025 7:41 pm
  • Updated:June 1, 2025 7:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ নম্বর জার্সি মানেই একজন। তিনি বিরাট কোহলি। কিন্তু এবার ভারতীয় দলেরই আরেক ক্রিকেটারকে দেখা গেল ১৮ নম্বর জার্সি পরে মাঠে নামতে। তারপরেই প্রশ্ন উঠেছে, বিরাট অবসর নেওয়ার পর একমাসও গেল না। এর মধ্যেই তাঁর ১৮ নম্বর জার্সি কেন তুলে দেওয়া হল অন্য কারও হাতে?

Advertisement

বিতর্কের সূত্রপাত ইংল্যান্ডে বেসরকারি টেস্ট চলাকালীন। ক্যান্টারবেরিতে খেলতে নেমেছে ভারত এবং ইংল্যান্ডের ‘এ’ দল। রবিবার ভারতীয় এ দল ফিল্ডিং করতে নামতেই দেখা যায়, ১৮ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন পেসার মুকেশ কুমার। এর আগে তিনি সাধারণত ৪৯ নম্বর জার্সি পরে জাতীয় দলে খেলেছেন। সেই সময়ে ১৮ নম্বর জার্সি থাকত বিরাটের গায়ে।

কিন্তু চলতি মাসেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে বেসরকারি টেস্টে খেলতে নেমেই বিরাটের ছেড়ে যাওয়া ১৮ নম্বর জার্সি পরতে দেখা যায় মুকেশকে। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই ক্ষুব্ধ কোহলিভক্তরা। কেউ কেউ মুকেশকে একহাত নিয়ে বলেছেন, ‘১৮ নম্বর জার্সি পরতে পাওয়াটাই মুকেশের বিরাট ভাগ্য। আসলে মুকেশও বিরাটের মতো রানমেশিন কিনা!’ আবার কারও প্রশ্ন, ১৮ নম্বর জার্সি পরার সাহস কী করে হল মুকেশের? 

বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হলেও বিসিসিআই এই নিয়ে মুখ খোলেনি। ইচ্ছাকৃতভাবেই কি বিরাটের ১৮ নম্বর জার্সি দেওয়া হয়েছে মুকেশকে? নাকি পুরোটাই ভুল বোঝাবুঝি? বিরাটভক্তদের একাংশের দাবি, শচীন তেণ্ডুলকরের ১০ নম্বর জার্সির মতো কোহলির ১৮ নম্বর জার্সিকেও অবসরে পাঠানো হোক। আর কেউ যেন এই জার্সি ব্যবহারের অনুমতি না পায়। অন্যদিকে, জার্সি বিতর্কের মধ্যেও তিন উইকেট তুলে নিয়েছেন মুকেশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ