Advertisement
Advertisement
Chris Woakes

চোট নিয়মের গেরোয় এবার ইংল্যান্ড, এক বোলার কম নিয়ে ওভাল টেস্ট খেলবেন পোপরা!

বিশ্রীভাবে কাঁধে চোট পান ইংরেজ পেসার ক্রিস ওকস।

Chris Woakes will not get substituted, England might play with 10
Published by: Anwesha Adhikary
  • Posted:August 1, 2025 11:21 am
  • Updated:August 1, 2025 2:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির যে নিয়মের গেরোয় ম্যাঞ্চেস্টারে ভুগেছিল ভারত, এবার একই সমস্যায় পড়তে চলেছে ইংল্যান্ডও। ওভাল টেস্টের (Oval Test) প্রথম দিন ফিল্ডিং করতে গিয়ে বিশ্রীভাবে কাঁধে চোট পান ইংরেজ পেসার ক্রিস ওকস (Chris Woakes)। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচে তিনি নামতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, টেস্ট চলাকালীন কেন পরিবর্তন করা যাবে না প্রথম একাদশে?

Advertisement

ম্যাঞ্চেস্টারে পা ভাঙার অসহ্য যন্ত্রণা নিয়েই ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ, খানিকটা বাধ্য হয়েই। কারণ আইসিসির নিয়ম বলছে, চোট পেয়ে কোনও ব্যাটার যদি ব্যাট করতে না পারেন তাহলে অন্য কাউকে পরিবর্ত ব্যাটার হিসাবে নামানো যাবে না, ব্যতিক্রম কনকাশন সাব। একই নিয়ম প্রযোজ্য বোলারদের জন্য। তাই বাঁ কাঁধে প্রচণ্ড আঘাত লাগলেও সেই যন্ত্রণা নিয়েই বল করতে হবে ওকসকে। তা না হলে ১০ জনে টেস্ট খেলবে ইংল্যান্ড।

পন্থের আঘাত লাগার সময় থেকেই প্রশ্ন উঠেছিল, কেন এমন অমানুষিক যন্ত্রণায় ছটফট করতে থাকা ক্রিকেটারকে মাঠে নামতে বাধ্য করা হবে? যদিও আইসিসি নিয়ম অনুযায়ী পন্থকে মাঠে নামার জন্য বাধ্য করা হয়নি। কিন্তু নিয়মের ফাঁড়ায় ১০ জন ব্যাটারকে নিয়ে গোটা টেস্টে খেলতে হত ভারতকে। এই ‘অসাম্য’ দূর করতেই বাধ্য হয়ে নেমেছেন পন্থ। ওভালে যদি ওকস শেষ পর্যন্ত বল করতে নামেন, তাহলেও সেটা বাধ্য হয়েই।

কনকাশন ছাড়া অন্য চোটের ক্ষেত্রেও পরিবর্ত নামানোর পক্ষে সওয়াল করেছেন ভারত-ইংল্যান্ড দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররাই। ধারাভাষ্য দিতে গিয়ে দীনেশ কার্তিক বলেন, পরপর দুই ম্যাচে এমন চোট পেয়েছেন ক্রিকেটাররা যে তাঁদের ম্যাচে নামাই মুশকিল হয়ে গিয়েছে। তাই ম্যাচ রেফারির অনুমতি নিয়ে পরিবর্ত নামানোর উপায় ভাবা উচিৎ। প্রাক্তন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডও কিছুটা সওয়াল করেন তাঁর পক্ষে। যদিও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস নিজেই পরিবর্ত নামানোর বিরুদ্ধে সওয়াল করেছিলেন পন্থের চোটের সময়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ