সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙতে পারতেন ব্রায়ান লারার রেকর্ড। কিন্তু আচমকাই ডিক্লেয়ার ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। তখন তিনি ব্যাট করছিলেন ৩৬৭ রানে। আর মাত্র ৩৪ রান করলেই টেস্টে লারার ৪০০ রানের রেকর্ড ভেঙে ফেলতে পারতেন তিনি। মুল্ডারের যুক্তি, লারাকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ক্রিস গেইল মনে করেন, মুল্ডার আসলে ভয় পেয়ে গিয়েছিলেন।
টেস্টে দুবার ৩০০-র উপর রান আছে গেইলের। সর্বোচ্চ রান ৩৩৩। ইউনিভার্সাল বস বলছেন, “যদি আমি ৪০০ রান করার সুযোগ পেতাম, তাহলে আমি ৪০০ রান করতাম। এমন সুযোগ তো রোজ রোজ আসে না। আবার কবে ট্রিপল সেঞ্চুরি করবে, তার কোনও নিশ্চয়তা নেই। যখনই এরকম সুযোগ পাবে, তখন সেটা কাজে লাগানোর চেষ্টা করা উচিত। সম্ভবত ও ভয় পেয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে কী করা উচিত ও জানে না। ৩৬৭-এ দাঁড়িয়ে আছো, রেকর্ড ভাঙার চেষ্টা করবে না? কিংবদন্তি হতে গেলে, রেকর্ড ভেঙেই হতে হয়।”
তিনি আরও বলছেন, “আমার মনে হয় মুল্ডার ভুল করে ফেলেছে। ৪০০ রানের সুযোগ জীবনে একবারই আসে। ও একটা বড় সুযোগ হাতছাড়া করেছে।” প্রথমবার ২০০৫ সালে টেস্টে ৩০০ রান করেছিলেন গেইল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৭ রান করেছিলেন তিনি। তারপর ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৩৩ রান করেছিলেন গেইল। সেটাই টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর।
উল্লেখ্য, জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়ে টেস্টে ৩৬৭ রান করার পর ডিক্লেয়ারের যুক্তি হিসেবে মুল্ডার বলেছিলেন, “লাঞ্চের সময়ে শুক্সের (দক্ষিণ আফ্রিকার হেডকোচ শুকরি কনরাড) সঙ্গে কথা বলছিলাম। তখনই উনি বলেন, বড় রানের নজিরগুলো কিংবদন্তিদের নামের পাশেই থাকা উচিত। আমি জানি না আমার ভাগ্যে কী রয়েছে। অদৃষ্ট আমার জন্য কী রেখেছে। তবে আমার মনে ব্রায়ান লারার রেকর্ড এখন যেমন রয়েছে তেমনি থাকা উচিত।” যদিও এই যুক্তির সঙ্গে সহমত নন ক্রিস গেইল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.