Advertisement
Advertisement
Cheteshwar Pujara and Ajinkya Rahane

ঘরোয়া ক্রিকেট থেকেও বাদ পূজারা-রাহানে, জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন শেষ?

দুজনেই ভারতের জার্সিতে শেষ খেলেছেন বছর দুয়েক আগে।

Cheteshwar Pujara and Ajinkya Rahane left out of Duleep Trophy squad
Published by: Arpan Das
  • Posted:August 1, 2025 4:48 pm
  • Updated:August 1, 2025 5:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনেই ভারতের জার্সিতে শেষ খেলেছেন বছর দুয়েক আগে। জাতীয় দলে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের কামব্যাক হবে, সেই প্রত্যাশায় অনেক ক্রিকেটভক্ত। তবে পরিস্থিতি যেদিকে, সেই পথ ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। এবার ঘরোয়া ক্রিকেটেও বাদ পড়লেন দুই তারকা।

Advertisement

সম্প্রতি দলীপ ট্রফির দল ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল। সেখানে ১৫ দলে নেই নেই পূজারা ও রাহানের নাম। অধিনায়ক করা হয়েছে শার্দূল ঠাকুরকে। দলে আছেন শ্রেয়স আইয়ার, সরফরাজ খানরা। ৩৭ বছর বয়সি পূজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩-র জুন মাসে। যেটা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত হেরে গিয়েছিল সেই ম্যাচে। অন্যদিকে একই বয়সের রাহানে ২০২৩-র জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টে খেলেছিলেন। নাইট অধিনায়ক ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। একাধিকবার ইচ্ছাপ্রকাশ করেছেন, দেশের হয়ে ফের ক্রিকেট খেলতে চান। কিন্তু সম্ভবত সেই রাস্তা বন্ধ হতে চলেছে রাহানে-পূজারার।

পূজারা বর্তমানে ভারত-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন। আর রাহানে কিছুদিন আগেও আইপিএলে নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন।

উল্লেখ্য, গতবছর দলীপ ট্রফির ফরম্যাটে পরিবর্তন এনেছিল বোর্ড। আগের মতো জোনাল ফরম্যাটে না করে গতবছর ওই টুর্নামেন্ট করা হয়, বাছাই করা কিছু ক্রিকেটারকে চার দলে ভাগ করে। তাতে জাতীয় দলের চৌহদ্দিতে থাকা বেশ কয়েকজন এই টুর্নামেন্টে খেলেছেন বটে, আবার অনেক ‘যোগ্য’ ক্রিকেটার নাকি বাদও গিয়েছেন। চলতি বছর আগের মতো ৬ জোনে ভাগ করে হবে দলীপ ট্রফি। সেক্ষেত্রে ইস্ট জোন, সাউথ জোন, ওয়েস্ট জোন, নর্থ জোন, সেন্ট্রাল জোন এবং নর্থ ইস্ট জোনের টিম অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ