সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ চলাকালীন নিজেদের ফেভরিট দলগুলিকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল বিরাট কোহলি-রোহিত শর্মাদের। এবার ছবিটা উলটো। এবার বিশ্বখ্যাত ফুটবল তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন কোহলি অ্যান্ড কোংকে।
আগামী ৩০ মে শুরু ১২ তম ক্রিকেট বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে ইতিমধ্যেই বিশ্বকাপের আবহ। শুরু হয়ে গিয়েছে ওয়ার্ম আপ ম্যাচও। এমন আবহে বিরাট কোহলি ও টিম ইন্ডিয়াকে বিশেষ বার্তা দিলেন চেলসি তারকা ডেভিড লুইস। প্রাক্তন ব্রাজিল অধিনায়ক লুইস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কোহলি ও গোটা ভারতীয় দলকে বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের জন্য আগাম শুভেচ্ছা জানালেন। আসন্ন বিশ্বকাপে তিনি যে ভারতের জন্য গলা ফাটাবেন তাও জানান লুইস।
দিন কয়েক আগেই বিরাটের সঙ্গে একটি সেলফি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন টটেনহাম হটস্পারের তারকা ফুটবলার হ্যারি কেন। যার উত্তরে ইংলিশ স্ট্রাইকারকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য শুভ কামনা জানিয়েছিলেন ভারত অধিনায়ক। এবার ডেভিড লুইসও টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করলেন।
উল্লেখ্য, ২০১৪ সালে চেলসির প্রতি নিজের ভালবাসা নেটদুনিয়ায় প্রকাশ করেছিলেন বিরাট। চেলসির জার্সি হাতে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। তবে এবার এত শুভেচ্ছাই নেতা হিসেবে কোহলির দায়িত্ব যে বাড়িয়ে দিচ্ছে, তা বলাই বাহুল্য। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু ভারতের অভিযান।এবারের বিশ্বকাপে বিশেষজ্ঞদের ফেভরিটের তালিকায় রয়েছে টিম ইন্ডিয়াও। তাই বিরাটের নেতৃত্বে দল কেমন পারফর্ম করে, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
As you all know I love both football & cricket. I asked who he was backing for the & his reply was & captain . He had a special message for the captain. 🇮🇳
— Frank Khalid (@FrankKhalidUK)
It was a pleasure meeting you and all the best for the finals. 👍
— Virat Kohli (@imVkohli)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.