Advertisement
Advertisement
CAB

টিকিট বণ্টন বিতর্ক এবার ওম্বুডসম্যানের কাছে, ভূদেব-মামলার রায়কে ঘিরে তীব্র চাপানউতোর সিএবিতে

আগামী শুনানির দিন হিসেবে ১ নভেম্বরকে ধার্য করা হয়েছে।

Chaos in CAB over Bhudev case verdict

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 4, 2025 12:43 pm
  • Updated:September 4, 2025 12:43 pm   

স্টাফ রিপোর্টার: ভূদেব মুখোপাধ‌্যায় বনাম সিএবি’র মামলাকে ঘিরে তীব্র চাপানউতোর শুরু হয়ে গেল বঙ্গ ক্রিকেট সংস্থায়। আর তা ঘটল নির্বাচনের ঠিক আগে-আগে।

Advertisement

২০২৩ বিশ্বকাপের টিকিট বণ্টনে অস্বচ্ছতার অভিযোগ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। চব্বিশ ঘণ্টা আগে সেই মামলার রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রায়ের লিখিত কপিতে লেখা, সিএবি ওম্বুডসম‌্যান পুরো বিষয়টা দেখছেন। নিয়মিত শুনানি হচ্ছে। আগামী শুনানির দিন হিসেবে ১ নভেম্বরকে ধার্য করা হয়েছে। তাই বাদীপক্ষ নিজেদের সমস্ত বিষয় ওম্বুডসম‌্যানের কাছে পেশ করতে পারেন।

এখানে লিখে রাখা যাক, সিএবি’র প্রাক্তন যুগ্ম সচিব দেবব্রত দাসের জমা করা নথিপত্রের ভিত্তিতে ওম্বুডসম‌্যানের কাছে অভিযোগ জমা পড়েছিল। যেখানে অভিযোগ করা হয়, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় অ‌্যাপেক্স কাউন্সিল বৈঠকে ছয় হাজার কমপ্লিমেন্টারি টিকিট ছাপানোর কথা বলা হয়। লোধা আইন দেখিয়ে। যে আইন বলে, মাঠের সমগ্র দর্শকাসনের দশ শতাংশের বেশি কমপ্লিমেন্টারি টিকিট ছাপানো যাবে না। কিন্তু অভিযোগ, ছ’হাজার টিকিটের কথা বলে টিকিট ছাপানো হয় ১৭ হাজার। অথচ সিএবি’র আজীবন সদস‌্যরা তাঁদের প্রাপ‌্য কমপ্লিমেন্টারি টিকিট পাননি। যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে দেন সিএবি’র আজীবন সদস‌্য ভূদেব মুখোপাধ‌্যায়-সহ অন‌্যান‌্যরা। আদালত সেই আবেদনকে ওম্বুডসম‌্যানের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছেন। সঙ্গে জানিয়ে দিয়েছেন, রিট পিটিশন ‘ডিসপোজড অফ’ করে দেওয়া হল।

যার পর বিবিধ ব‌্যাখ‌্যা শুরু হয়ে গিয়েছে বঙ্গ ক্রিকেট সংস্থায়। শাসকগোষ্ঠীর বক্তব‌্য, আদালতে মহাধাক্কা খেয়ে গেলেন দেবব্রত। ফের সম্মানহানি হল ‘অপসারিত’ সিএবি যুগ্ম সচিবের। কারণ, তাঁর মামলাটাই খারিজ হয়ে গেল। বাদীপক্ষের কেউ কেউ যা শুনে আবার পালটা বললেন, লিখিত রায়ের কপিতে কোথায় লেখা রয়েছে দেবব্রতর নাম? মামলাটা তো ভূদেব মুখোপাধ‌্যায় বনাম সিএবি! দ্বিতীয়ত, কোথায় লেখা রয়েছে যে বাদীপক্ষরা মামলা হেরে গিয়েছে? লেখা রয়েছে, রিট পিটিশন ডিসপোজড অফ করা হল। যার অর্থ, মামলার নিষ্পত্তি হয়ে গেল। যাকে খারিজ হওয়া বলে না। বাদীপক্ষের কেউ কেউ এটাও বললেন যে, এতে বরং সুবিধেই হল। কারণ, মহামান‌্য আদালত মামলাকারীদের সমস্ত বিষয় ওম্বুডসম‌্যানের কাছে পেশ করতে বলে দিয়েছেন। তাই নিজেদের ‘প্রাক্তন’ দেখিয়ে পরে আর কেউ ‘দায়মুক্ত’ হতে পারবেন না!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ