Advertisement
Advertisement
Champions Trophy 2025

ক্যাচ ফস্কে হাতছাড়া করেছেন হ্যাটট্রিক, অক্ষরের ‘মানভঞ্জনে’ বিশেষ প্ল্যান রোহিতের

ক্যাচ ফস্কানোর পর নিজের প্রতি হতাশা আটকে রাখতে পারেননি ভারত অধিনায়ক।

Champions Trophy 2025: Rohit Sharma plans dinner for Axar Patel after losing hat-trick
Published by: Anwesha Adhikary
  • Posted:February 21, 2025 9:14 am
  • Updated:February 21, 2025 1:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহজ ক্যাচ ছেড়ে সতীর্থের হ্যাটট্রিক নষ্ট করেছেন। কীভাবে ক্ষমা চাইবেন? অক্ষর প্যাটেলের ‘মানভঞ্জন’ করতে বিশেষ পরিকল্পনা করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বৃহস্পতিবারের ম্যাচে অক্ষরের ডেলিভারিতে সহজ ক্যাচ ছেড়ে মাঠেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন ভারত অধিনায়ক। তবে অক্ষরের কাছে ক্ষমা চাওয়ার আরও ‘প্ল্যান’ করে ফেলেছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার ম্যাচের শুরুতে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। । ৭ ওভারের মধ্যে পেসাররা তিন উইকেট তুলে নিয়ে বড়সড় ধাক্কা দেন টাইগার ব্রিগেডের টপ অর্ডারে। তারপর নবম ওভারে অক্ষরের ভেলকি। দ্বিতীয় বলে তানজিদ হাসানকে আউট করেন। পরের বলেই গোল্ডেন ডাক মুশফিকুর রহিমের। হ্যাটট্রিকের গন্ধ পেয়ে দারুণ আগ্রাসী ফিল্ড সাজান অধিনায়ক রোহিত। প্রথম স্লিপে দাঁড়ান নিজেই। স্ট্রাইকে থাকা জাকের আলির ব্যাটের কাণা ছুঁয়ে সোজা প্রথম স্লিপের দিকে চলে যায় অক্ষরের ডেলিভারি।

বলটি লুফেও নিয়েছিলেন রোহিত। ক্যাচ হয়ে গিয়েছে বলে ধরে নিয়ে সেলিব্রেশন শুরু করেন অন্য ফিল্ডাররা। কিন্তু বলটি তালুবন্দি করে রাখতে পারেননি ভারত অধিনায়ক। ক্যাচ ফস্কানোর পর নিজের প্রতি হতাশা আটকে রাখতে পারেননি। মাঠে পরপর চাপড় মারতে থাকেন। পরে হাতজোড় করে অক্ষরের কাছে ক্ষমা চাইতেও দেখা যায় তাঁকে। জীবন ফিরে পেয়ে ৬৮ রানের লড়াকু ইনিংস খেলে যান জাকের।

ইনিংস শেষের পর অবশ্য অক্ষর বলেন, খেলায় তো ক্যাচ মিস হতেই পারে। সেটা নিয়ে অতো ভেবে লাভ নেই। তবে ম্যাচ জিতে যাওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন, ‘কাল হয়তো অক্ষরকে নিয়ে ডিনার করতে যাব।’ তবে ভারত অধিনায়কের মতে, যথেষ্ট সহজ ক্যাচ ছিল। ফিল্ডার হিসাবে তিনি নিজেকে যে মানের মনে করেন, সেই অনুযায়ী অবশ্যই ক্যাচ ধরা উচিত ছিল। তবে রোহিত ছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে ক্যাচ ফস্কেছেন হার্দিক পাণ্ডিয়া। স্টাম্পিং মিস করেছেন কে এল রাহুল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ