Advertisement
Advertisement
Champions Trophy 2025

নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের, ছিটকে গেল পাকিস্তানও, সেমিতে ভারত

ভারত-নিউজিল্যান্ডের লড়াই নির্ধারণ করে দেবে 'এ' গ্রুপের শীর্ষে কে থাকবে।

Champions Trophy 2025: New Zealand beats Bangladesh and India also qualifies for Semifinal
Published by: Arpan Das
  • Posted:February 24, 2025 10:07 pm
  • Updated:February 24, 2025 10:44 pm   

বাংলাদেশ ২৩৬/৯ (শান্ত ৭৭, জাকের ৪৫, ব্রেসওয়েল ২৬/৪)
নিউজিল্যান্ড: ২৪০/৫ (রাচীন ১১২, ল্যাথাম ৫৫, তাসকিন ২৮/১)
৫ উইকেটে জয়ী নিউজিল্যান্ড।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে উঠল রাচীন রবীন্দ্রের ঝড়। ভারতীয় বংশোদ্ভূত ব্যাটারের সৌজন্যে বাংলাদেশকে ৫ উইকেটে উড়িয়ে সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড। সেই সঙ্গে সেমির দরজা খুলে গেল ভারতের জন্যও। টানা দ্বিতীয় ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের। একই অবস্থা পাকিস্তানেরও। ভারতের কাছে হারের পরও যে যৎসামান্য আশা বাকি ছিল, সেটাও আজ ভেসে গেল আয়োজক দেশের। বলা যায়, কিউয়িরা এদিন এক ঢিলে দুই পাখি শিকার করল।

এদিন রাওয়ালপিন্ডির মাঠে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশের শুরুটা হয় বড্ড ধীর গতিতে। তবু রানের গতি বজায় রেখেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরেক ওপেনার তানজিদ হাসান ২৪ রান করে আউট হন। কিন্তু শান্ত কারও সঙ্গে পেলেন না। এক এক করে ফিরে গেলেন মেহেদি হাসান, তৌহিদ হৃদয়। চূড়ান্ত ব্যর্থ মুশফিকুর রহিম, মাহমুদুল্লার মতো বর্ষীয়ানরাও। শান্ত আউট হন ৭৭ রানে। শেষের দিকে জাকের আলি (৪৫), রিষাদ হোসেন (২৬) রান না তুললে আরও বিপাকে পড়ত বাংলাদেশ। চার উইকেট তোলেন মিচেল ব্রেসওয়েল। শেষ পর্যন্ত ২৩৬ রানে থেমে যায় তাদের ইনিংস।

জবাবে নিউজিল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। উইল ইয়ং ও কেন উইলিয়ামসন দ্রুত ফিরে যান। কিন্তু তাসকিন, মুস্তাফিজুররা যে লড়াইটা দিয়েছিলেন, তা আর কোনও কাজে লাগেনি। রাচীন রবীন্দ্র ও টম ল্যাথামদের সামনে রীতিমতো ‘কাগুজে বাঘ’ মনে হচ্ছিল বাংলাদেশকে। ঠান্ডা মাথায় নিউজিল্যান্ডকে সেমির দিকে এগিয়ে নিয়ে গেলেন দুজন। সেঞ্চুরি হাঁকালেন রাচীন। কিছুদিন আগে পাকিস্তানের মাঠে ‘আলোর সমস্যায়’ কপালে চোট পেয়েছিলেন। এদিন সেঞ্চুরির আলোকদ্যুতিতে অন্ধকার নামালেন দুদেশে। ১০৫ বলে ১১২ রানে থামে তাঁর ইনিংস। অন্যদিকে হাফসেঞ্চুরি করেন অধিনায়ক ল্যাথাম। দুজনে যখন ফেরেন, তখন জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত ২৩ বল বাকি থাকতে ৫ উইকেটে জেতে তারা। ক্যাচ মিস থেকে ভুল সময়ে বোলার পরিবর্তন, সবেতেই ডুবল বাংলাদেশ।

এই জয়ের ফলে দুম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। ভারতের পয়েন্টও ৪। বিদায় হয়ে গেল পাকিস্তান ও বাংলাদেশের। তবে নেট রানরেটের বিচারে এগিয়ে নিউজিল্যান্ড। ফলে ২ মার্চ ভারত-নিউজিল্যান্ডের লড়াই নির্ধারণ করে দেবে ‘এ’ গ্রুপের শীর্ষে কে থাকবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ